শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইমোতে বন্ধুত্বের ফাঁদ, বিবস্ত্র ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চট্টগ্রামের রূপনগর আবাসিক এলাকায় প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
চট্টগ্রামের রূপনগর আবাসিক এলাকায় প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

হঠাৎ ইমোতে পরিচয়। এরপর বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমের ফাঁদে ফেলে নেওয়া হয় ফাঁকা বাসায়। এরপর বিবস্ত্র ভিডিও ধারণ করে লুট করা হয় ভুক্তভোগীর সর্বস্ব। চট্টগ্রাম নগরে এমন এক প্রতারক চক্রের অভিনব কৌশলকে উড়িয়ে দিয়ে সাত প্রতারককে জালে আটকাল পুলিশ। এতে উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার রূপনগর আবাসিক এলাকায় প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। এ সময় কর্ণফুলী এলাকার আরমান নামে অপহৃত এক যুবককে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- পুরাতন চান্দগাঁও এলাকার মৃত মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আসিফ (২৩), একই এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. মোরশেদ (২৯), রাউজান উপজেলার উরগির চর গ্রামের মৃত গোলাম শরীফের ছেলে মো. সাজে শরীফ (৪০), তার স্ত্রী জেসমিন আক্তার (৪০), চন্দনাইশ উপজেলার হাজিরপাড়া গ্রামের বাইট্টা সওদাগরের বাড়ির আব্দুল করিমের ছেলে মো. আবুল হাসেম (৩৫), ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব ভূজপুর গ্রামের মৃত হাজি কবির আহাম্মদের ছেলে মো. নাসির উদ্দিন (৩৯) এবং বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের চা বাগান এলাকার সাহাবুদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন (২৬)।

পুলিশ জানায়, সম্প্রতি শ্রীকান্ত শীল নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য আসিফের। ৩-৪ দিনের মধ্যেই পরিচয় গড়ায় বন্ধুত্বে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কৌশলে শ্রীকান্তকে বায়েজিদ বোস্তামী থানার রূপনগর আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যায় আসিফ।

আদনান ভিলা নামের ওই ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় আগে থেকেই অবস্থান করছিল প্রতারক চক্রের আরও ৬ সদস্য। শ্রীকান্ত ও আসিফ বাসাটিতে ঢোকার সঙ্গেই চারজন পুরুষ ও দুজন মহিলা ভুক্তভোগী শ্রীকান্তকে মারধর করে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪৫০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী যুবক শ্রীকান্তকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করে প্রতারক চক্রের সদস্যরা। তারা শ্রীকান্তের কাছে ১ লাখ টাকা দাবি করে। পাশাপাশি টাকা না দিলে বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে শ্রীকান্ত কোনো টাকা দিতে না পারলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা কালবেলাকে বলেন, ভুক্তভোগী যুবক শ্রীকান্ত প্রতারক চক্রটির বিরুদ্ধে থানায় জানালে অভিযানে নামে বায়েজিদ থানা পুলিশের বিশেষ টিম। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রূপনগর আবাসিকের আদনান ভিলার তৃতীয় তলার বাসায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, বাসাটি থেকে হাত পা বাঁধা অবস্থায় আরমান নামে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

বিএনপির আরেক নেতাকে গুলি

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১০

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

১১

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

১২

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

১৩

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

১৪

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

১৫

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

১৬

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

১৭

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১৮

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

১৯

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

২০
X