টাঙ্গাইলের ঘাটাইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাব্বর আলী নামে এক ব্যক্তি।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একাব্বর আলী কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের বাসিন্দা। ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড় এলাকায় ভাড়া থাকেন। মেয়েকে দেখতে এসেছিল তিনি। মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য আপেল-কমলা কিনতে বাসা থেকে বের হন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মধুপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন