বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুরে চর-আবাবিল এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। যার কারণে শিক্ষার্থীরা ময়লা পানি মাড়িয়েই গত পাঁচ দিন ধরে স্কুলে আসা-যাওয়া করছে। শিক্ষকরা বলছেন পানি নিষ্কাশনে নালার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়ছেন।
জানা যায়, প্রায় চার বছর ধরে নিচু জমি হওয়ায় ওই স্কুলের সামনের মাঠে পানি জমে থাকে। এরপর থেকে বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই স্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এক বছর আগে স্থানীয় এমপি তার বরাদ্দ থেকে ১ লাখ টাকা দেন মাঠে বালু ফেলার জন্যে। কিন্তু তার পাশেই এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই এক লাখ টাকা দিয়ে তার অংশে বালু ফেলে ভরাট করে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ ভরাট না করায় এখন আর পানি বের হতে পারছে না। ফলে পুরো বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকায় অনেক শিক্ষার্থীই নিয়মিত স্কুলে যেতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে ওই স্কুলের সামনের মাঠে ময়লা পানি জমে আছে। স্কুল ভবনের বারান্দার সঙ্গে পানির মধ্যে ইট বিছিয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থী আসা-যাওয়া করছে। এলজিইডির সড়কের পানি যাওয়ার নালা না থাকায় এই পানি স্কুলের মাঠে এসে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে মাঠে ময়লা পানি থাকায় স্কুলের শিশুরা তাতেই খেলা করছে।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের প্রতিদিন ময়লা পানি মাড়িয়ে স্কুলে যাওয়া-আসা করতে হয়। কাপড় প্রতিদিন নষ্ট হয়। মাঠে পানি থাকায় টিফিনের সময় খেলা করতে পারি না।’
ওই স্কুলের প্রধান শিক্ষক জহির আলম বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে স্কুলের মাঠে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাইস্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালেও কোনো সমাধান হয়নি।
স্কুলের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের বলেন, বিষয়টি দুঃখজনক। এমপি সাহেব এক লাখ টাকা দিয়েছেন বালু দিয়ে মাঠ ভরাট করার জন্য। কিন্তু ৫ টলি বালু মাঠে দেওয়া হলো, তাও হাইস্কুলের এক পাশে। পানি নামার রাস্তা বন্ধ করে দেওয়ায় এখন স্কুলের রুমে পানি ঢোকায় শিশুরা পাঠদানে মহাসমস্যার সৃষ্টি হচ্ছে। এই বিষয়টি কে দেখবে।
এ বিষয়ে জানতে চাইলে চর-আবাবিল এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কীর্তনীয়া বলেন, এমপির বরাদ্দের এক লাখ টাকার বালু পুরো মাঠেই ফেলানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের চাপকলের কারণেই স্কুলের মাঠে জলাবদ্ধতা। কলটি সরালেই পানি সরে যাবে।
মন্তব্য করুন