চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উওর হারবাং দরগাহ গেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ছয়জন আহত হন।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার বাসিন্দা টিপু সুলতান (২২) নামের এক শিক্ষার্থী ও ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা সাদিত (২১)। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকালে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী একটি বাসের চালক ঘুমঘুম চোখে দিক নির্ণয় করতে না পেরে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উওর হারবাং দরগাহ গেট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুজন যাত্রী নিহত হন। আহত অপর ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা।
মন্তব্য করুন