কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনের ধাক্কায় সাইদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কাটদহচর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেন ঘটনাস্থল কাটদহ রেলগেট অতিক্রম করার সময় মিরপুর উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের আইসি এসআই সাইদুর রহমান মোটরসাইকেলযোগে রেলগেট অতিক্রম করতে গেলে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটিও।
মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন সাইদুর রহমান। কাটদহ রেলগেট পার হওয়ার সময় দুর্ঘটনা শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই সাইদুর রহমানের বাড়ি নড়াইল জেলায় বলে তিনি জানান।
মন্তব্য করুন