ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচারে বাধা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ করার পরে সংবাদ সম্মেলন করেছেন হেলিকাপ্টার প্রতীকের প্রার্থী আবদুস সোবহান।
রোববার (১২ মে) দুপুর ২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
এ সময় হেলিকাপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান তার লিখিত ও মৌখিক বক্তব্যে জানান, রোববার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে তার প্রতীকের প্রচারণা করতে গেলে ফকিরের পোলের কাছাকাছি গেলে সেখানে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থক স্থানীয় ইউসুফ আলী শরীফের ছেলে জাফর শরীফ, আজিম শরীফ, জয়নাল মেম্বারের ছেলে সোহেল, নাজেম আলীর ছেলে ইদ্রিসুর রহমান এবং কলমদার খা’র ছেলে ইসমাইল, লাল মিয়ার ছেলে নান্না, মন্নানের ছেলে আল আমিনসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে সোবহানের প্রচারে বাধা সৃষ্টি করে।
সোবাহান তার লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, এ সময় মোটরসাইকেল প্রতীকের উল্লিখিত সমর্থকরা হেলিকপ্টার প্রতীকের মহিলা কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং এলাকা থেকে বের করে দেয়। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিষয়ে কথা বলার জন্য মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী কালবেলাকে বলেন, কিছু আগে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত করব এবং অভিযুক্ত ওই প্রার্থীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন