আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে অস্থির ছিল সোমালীয় জলদস্যুরা : চিফ অফিসার আতিকুল্লাহ

চিফ অফিসার আতিকুল্লাহ খান ও ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ছবি : কালবেলা
চিফ অফিসার আতিকুল্লাহ খান ও ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ছবি : কালবেলা

বাংলাদেশি পাতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি হওয়ার পর ভারী অস্ত্র হাতে যতই ভয়ংকর রূপ দেখা গেছে সোমালীয় জলদস্যুদের, শেষ দিকে জাহাজ থেকে নিরাপদে বের হতে ঠিক ততটাই অস্থির হয়ে পড়েন তারা। জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর চট্টগ্রামে ফিরে এমটাই জানিয়েছেন চিফ অফিসার আতিকুল্লাহ খান।

মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বর এসে পৌঁছায় নাবিকরা। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। তাদের বরণ করতে উপস্থিত হন স্বজনরা। পাশাপাশি কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাবিকদের ফেরার মধ্যে দিয়ে স্বজন-পরিবারের দীর্ঘ প্রতীক্ষা অবসান হয়েছে।

এসময় চিফ অফিসার আতিকুল্লাহ খান বলেন, শেষ মুহূর্তে এমভি আবদুল্লাহ থেকে জলদস্যুদরে নিরাপদে পালানোর লক্ষ্য ছিল। যেদিন জলদস্যুরা জাহাজ থেকে নামবে সেদিন তাদের অনেক বেশি অস্থির দেখাচ্ছিল। তারা ইনসিকিউরিটি (অনিরাপদ) ফিল করছিল। যাওয়ার সময় আমি তাদের একটা কথাই বলেছি, আমি তোমাদের আর কখনোই দেখতে চাই না।

এদিকে ঈদে বাবাকে কাছে পাননি জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানে ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। তাই বাবাকে কাছে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাবা আসার খবরে দুই হাতে এনেছিল ফুল। পড়েছিল রঙিন জামা। যখনই বাবাকে কাছে পায় তারা দৌড়ে গিয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার গাল। বাবা আতিকুল্লাহও দুই রাজকন্যাকে বুকে আগলে রাখেন কিছুক্ষণ। বাবা-মেয়ের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।

নাবিকরা জানান, বন্দিদশার শুরুর দিকে অভিজ্ঞতা ছিল ভয়াবহ। এসময় তারা জীবন নিয়ে ফিরতে না পারা সংশয়ে ছিলেন। সবসময় একে-৪৭ সহ অনেক ভারী ভারী অস্ত্র নিয়ে পাহারা বসাতো জলদস্যুরা। কৌশলগত কারণে নাবিকরা জলদস্যুদের সহায়তা করতেন, জলদস্যুরা যেমনটা বলতেন তেমনটাই শুনতেন। তবে এত তাড়াতাড়ি যে তারা ফিরতে পারবেন এটা কখনো কল্পনা করেনি অনেকেই। অনেকের মনে মনে শঙ্কা ছিল এই যাত্রায় হয়ত শেষযাত্রা। তবে শেষ মুহূর্তে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই।

এর আগে গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। প্রায় ১ মাস পর গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় ২৩ নাবিক। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথরভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সবমিলিয়ে ৬৫ দিন পর মুক্ত নাবিকরা চট্টগ্রামে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

ব্যায়ামের জন্য কখন ইলেক্ট্রোলাইট দরকার, কখন নয়

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১০

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

১১

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

১২

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

১৩

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

১৪

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১৫

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

১৬

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

১৭

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

১৮

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

১৯

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

২০
X