আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে অস্থির ছিল সোমালীয় জলদস্যুরা : চিফ অফিসার আতিকুল্লাহ

চিফ অফিসার আতিকুল্লাহ খান ও ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ছবি : কালবেলা
চিফ অফিসার আতিকুল্লাহ খান ও ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ছবি : কালবেলা

বাংলাদেশি পাতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি হওয়ার পর ভারী অস্ত্র হাতে যতই ভয়ংকর রূপ দেখা গেছে সোমালীয় জলদস্যুদের, শেষ দিকে জাহাজ থেকে নিরাপদে বের হতে ঠিক ততটাই অস্থির হয়ে পড়েন তারা। জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর চট্টগ্রামে ফিরে এমটাই জানিয়েছেন চিফ অফিসার আতিকুল্লাহ খান।

মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বর এসে পৌঁছায় নাবিকরা। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। তাদের বরণ করতে উপস্থিত হন স্বজনরা। পাশাপাশি কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাবিকদের ফেরার মধ্যে দিয়ে স্বজন-পরিবারের দীর্ঘ প্রতীক্ষা অবসান হয়েছে।

এসময় চিফ অফিসার আতিকুল্লাহ খান বলেন, শেষ মুহূর্তে এমভি আবদুল্লাহ থেকে জলদস্যুদরে নিরাপদে পালানোর লক্ষ্য ছিল। যেদিন জলদস্যুরা জাহাজ থেকে নামবে সেদিন তাদের অনেক বেশি অস্থির দেখাচ্ছিল। তারা ইনসিকিউরিটি (অনিরাপদ) ফিল করছিল। যাওয়ার সময় আমি তাদের একটা কথাই বলেছি, আমি তোমাদের আর কখনোই দেখতে চাই না।

এদিকে ঈদে বাবাকে কাছে পাননি জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানে ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। তাই বাবাকে কাছে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাবা আসার খবরে দুই হাতে এনেছিল ফুল। পড়েছিল রঙিন জামা। যখনই বাবাকে কাছে পায় তারা দৌড়ে গিয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার গাল। বাবা আতিকুল্লাহও দুই রাজকন্যাকে বুকে আগলে রাখেন কিছুক্ষণ। বাবা-মেয়ের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।

নাবিকরা জানান, বন্দিদশার শুরুর দিকে অভিজ্ঞতা ছিল ভয়াবহ। এসময় তারা জীবন নিয়ে ফিরতে না পারা সংশয়ে ছিলেন। সবসময় একে-৪৭ সহ অনেক ভারী ভারী অস্ত্র নিয়ে পাহারা বসাতো জলদস্যুরা। কৌশলগত কারণে নাবিকরা জলদস্যুদের সহায়তা করতেন, জলদস্যুরা যেমনটা বলতেন তেমনটাই শুনতেন। তবে এত তাড়াতাড়ি যে তারা ফিরতে পারবেন এটা কখনো কল্পনা করেনি অনেকেই। অনেকের মনে মনে শঙ্কা ছিল এই যাত্রায় হয়ত শেষযাত্রা। তবে শেষ মুহূর্তে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই।

এর আগে গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। প্রায় ১ মাস পর গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় ২৩ নাবিক। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথরভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সবমিলিয়ে ৬৫ দিন পর মুক্ত নাবিকরা চট্টগ্রামে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব পুরুষ দিবস

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

১০

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

১১

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

১২

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

১৩

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

১৪

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

১৫

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৬

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১৭

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১৮

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৯

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

২০
X