আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে অস্থির ছিল সোমালীয় জলদস্যুরা : চিফ অফিসার আতিকুল্লাহ

চিফ অফিসার আতিকুল্লাহ খান ও ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ছবি : কালবেলা
চিফ অফিসার আতিকুল্লাহ খান ও ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ছবি : কালবেলা

বাংলাদেশি পাতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি হওয়ার পর ভারী অস্ত্র হাতে যতই ভয়ংকর রূপ দেখা গেছে সোমালীয় জলদস্যুদের, শেষ দিকে জাহাজ থেকে নিরাপদে বের হতে ঠিক ততটাই অস্থির হয়ে পড়েন তারা। জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর চট্টগ্রামে ফিরে এমটাই জানিয়েছেন চিফ অফিসার আতিকুল্লাহ খান।

মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বর এসে পৌঁছায় নাবিকরা। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। তাদের বরণ করতে উপস্থিত হন স্বজনরা। পাশাপাশি কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাবিকদের ফেরার মধ্যে দিয়ে স্বজন-পরিবারের দীর্ঘ প্রতীক্ষা অবসান হয়েছে।

এসময় চিফ অফিসার আতিকুল্লাহ খান বলেন, শেষ মুহূর্তে এমভি আবদুল্লাহ থেকে জলদস্যুদরে নিরাপদে পালানোর লক্ষ্য ছিল। যেদিন জলদস্যুরা জাহাজ থেকে নামবে সেদিন তাদের অনেক বেশি অস্থির দেখাচ্ছিল। তারা ইনসিকিউরিটি (অনিরাপদ) ফিল করছিল। যাওয়ার সময় আমি তাদের একটা কথাই বলেছি, আমি তোমাদের আর কখনোই দেখতে চাই না।

এদিকে ঈদে বাবাকে কাছে পাননি জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানে ছোট্ট দুই মেয়ে ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। তাই বাবাকে কাছে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাবা আসার খবরে দুই হাতে এনেছিল ফুল। পড়েছিল রঙিন জামা। যখনই বাবাকে কাছে পায় তারা দৌড়ে গিয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার গাল। বাবা আতিকুল্লাহও দুই রাজকন্যাকে বুকে আগলে রাখেন কিছুক্ষণ। বাবা-মেয়ের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।

নাবিকরা জানান, বন্দিদশার শুরুর দিকে অভিজ্ঞতা ছিল ভয়াবহ। এসময় তারা জীবন নিয়ে ফিরতে না পারা সংশয়ে ছিলেন। সবসময় একে-৪৭ সহ অনেক ভারী ভারী অস্ত্র নিয়ে পাহারা বসাতো জলদস্যুরা। কৌশলগত কারণে নাবিকরা জলদস্যুদের সহায়তা করতেন, জলদস্যুরা যেমনটা বলতেন তেমনটাই শুনতেন। তবে এত তাড়াতাড়ি যে তারা ফিরতে পারবেন এটা কখনো কল্পনা করেনি অনেকেই। অনেকের মনে মনে শঙ্কা ছিল এই যাত্রায় হয়ত শেষযাত্রা। তবে শেষ মুহূর্তে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই।

এর আগে গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। প্রায় ১ মাস পর গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় ২৩ নাবিক। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথরভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সবমিলিয়ে ৬৫ দিন পর মুক্ত নাবিকরা চট্টগ্রামে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

রাজধানীতে আজ কোথায় কী

কেমন থাকবে আজকের ঢাকার তাপমাত্রা

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’ করছে ইরান : ওয়াশিংটন

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

১০

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

১২

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

১৩

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

১৪

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

১৫

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

১৬

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

১৭

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

১৮

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১৯

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X