মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনে হিটস্ট্রোকের ভয়, রাতে ধান কাটছেন কৃষকরা

রাতের বেলায় ধান কাটছেন কয়েকজন। ছবি : কালবেলাা
রাতের বেলায় ধান কাটছেন কয়েকজন। ছবি : কালবেলাা

মাঠের অধিকাংশ জমির ধান এখন পেকে গেছে। কিন্তু তীব্র গরমের কারণে দিনের বেলায় ধান কাটতে বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। তাই তীব্র গরম ও হিটস্ট্রোকের ভয়ে চাঁদপুর মতলব উত্তরের ধানচাষিরা রাতের বেলায় চাঁদের আলোতে ধান কাটছেন।

চাঁদপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় এবার আবাদ হয়েছে ৯ হাজার ৯৫০ হেক্টর। চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ২৮৩ টন।

সরেজমিনে কয়েকটি এলাকায় দেখা গেছে, মাঠজুড়ে দুলছে সোনালি ধান। অধিকাংশ জমির ধান পুরোপুরি পেকে গেছে। দিনের বেলা প্রখর রোদের তাপ থাকায় রাতের বেলা চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা। পৌরসভার আদুরভিটি গ্রামের চাষি বোরহান মিয়াজী। এ বছর ৫০ শতাংশ জমিতে করেছেন বোরো ধানের চাষ। ধানের ফলন ভালো হওয়ায় অনেকটা খুশি এ চাষি। তবে বিপাকে পড়েছেন ধান পাকার পর। প্রচণ্ড গরমে দিনের বেলা ধান কাটতে রাজি হচ্ছে না শ্রমিকরা। পরে সিদ্ধান্ত নেন রাতেই কাটবে জমির ধান। তাই চারজনকে সঙ্গে নিয়ে চাঁদের আলোয় ধান কাটা শুরু করেন তিনি। মধ্য রাত পর্যন্ত চলে ধান কাটার কাজ।

কৃষক বোরহান মিয়াজী বলেন, আমরা সব সময় দিনের বেলাতেই ধান কাটি। এ বছর প্রচণ্ড তাপের কারণে দিনের বেলা কাজের লোক পাওয়া সম্ভব হয়নি। এ নিয়ে আমি বেশ বিপদে পড়ে যাই। দিনের বেলা ধান কাটতে চায় না কেউ। সন্ধ্যার পর থেকে ধান কাটার কথা বলায় রাজি হয়েছে।

মতলবের চাঁনখার বিলের ধানচাষি রহমত উল্লাহ বলেন, আমি রাতের বেলায় ৩০ শতাংশ জমির ধান কাটার কাজ শুরু করেছি। মূলত দিনের বেলা হিটস্ট্রোকের ভয়ে অনেকেই ধান কেটে দিতে রাজি হয়নি। পরে রাতের বেলা ধান কাটা শুরু করি। রাতের বেলা কাটলে গরম কম লাগে। আমি মনে করি, এ সময়ে রাতই ধান কাটার উপযুক্ত সময়।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়াত আহমেদ সিদ্দিকী কালবেলাকে বলেন, প্রচণ্ড দাবদাহে আমাদের কৃষকদের দিনের বেলা ধান কাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ অতিরিক্ত গরমে কাজ করলে তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। যারা এ গরমে মাঠে কাজ করবেন তাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গাছের ছায়ায় বিশ্রাম নিতে হবে।

রাতের বেলা ধান কাটার বিষয়ে চাষিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, বর্তমানে জেলার বিভিন্ন জায়গায় রাতে ধান কাটা হচ্ছে। এতে হিটস্ট্রোক এড়ানো সম্ভব হচ্ছে। তবে এ সকল চাষিরা যদি আমাদের হারভেস্টার মেশিনগুলো ব্যবহার করেন তাহলে আরও দ্রুত ধান সংগ্রহ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১০

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১১

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১২

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৩

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৪

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১৫

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

১৬

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১৭

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১৮

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১৯

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

২০
X