মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনে হিটস্ট্রোকের ভয়, রাতে ধান কাটছেন কৃষকরা

রাতের বেলায় ধান কাটছেন কয়েকজন। ছবি : কালবেলাা
রাতের বেলায় ধান কাটছেন কয়েকজন। ছবি : কালবেলাা

মাঠের অধিকাংশ জমির ধান এখন পেকে গেছে। কিন্তু তীব্র গরমের কারণে দিনের বেলায় ধান কাটতে বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। তাই তীব্র গরম ও হিটস্ট্রোকের ভয়ে চাঁদপুর মতলব উত্তরের ধানচাষিরা রাতের বেলায় চাঁদের আলোতে ধান কাটছেন।

চাঁদপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় এবার আবাদ হয়েছে ৯ হাজার ৯৫০ হেক্টর। চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ২৮৩ টন।

সরেজমিনে কয়েকটি এলাকায় দেখা গেছে, মাঠজুড়ে দুলছে সোনালি ধান। অধিকাংশ জমির ধান পুরোপুরি পেকে গেছে। দিনের বেলা প্রখর রোদের তাপ থাকায় রাতের বেলা চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা। পৌরসভার আদুরভিটি গ্রামের চাষি বোরহান মিয়াজী। এ বছর ৫০ শতাংশ জমিতে করেছেন বোরো ধানের চাষ। ধানের ফলন ভালো হওয়ায় অনেকটা খুশি এ চাষি। তবে বিপাকে পড়েছেন ধান পাকার পর। প্রচণ্ড গরমে দিনের বেলা ধান কাটতে রাজি হচ্ছে না শ্রমিকরা। পরে সিদ্ধান্ত নেন রাতেই কাটবে জমির ধান। তাই চারজনকে সঙ্গে নিয়ে চাঁদের আলোয় ধান কাটা শুরু করেন তিনি। মধ্য রাত পর্যন্ত চলে ধান কাটার কাজ।

কৃষক বোরহান মিয়াজী বলেন, আমরা সব সময় দিনের বেলাতেই ধান কাটি। এ বছর প্রচণ্ড তাপের কারণে দিনের বেলা কাজের লোক পাওয়া সম্ভব হয়নি। এ নিয়ে আমি বেশ বিপদে পড়ে যাই। দিনের বেলা ধান কাটতে চায় না কেউ। সন্ধ্যার পর থেকে ধান কাটার কথা বলায় রাজি হয়েছে।

মতলবের চাঁনখার বিলের ধানচাষি রহমত উল্লাহ বলেন, আমি রাতের বেলায় ৩০ শতাংশ জমির ধান কাটার কাজ শুরু করেছি। মূলত দিনের বেলা হিটস্ট্রোকের ভয়ে অনেকেই ধান কেটে দিতে রাজি হয়নি। পরে রাতের বেলা ধান কাটা শুরু করি। রাতের বেলা কাটলে গরম কম লাগে। আমি মনে করি, এ সময়ে রাতই ধান কাটার উপযুক্ত সময়।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়াত আহমেদ সিদ্দিকী কালবেলাকে বলেন, প্রচণ্ড দাবদাহে আমাদের কৃষকদের দিনের বেলা ধান কাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ অতিরিক্ত গরমে কাজ করলে তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। যারা এ গরমে মাঠে কাজ করবেন তাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গাছের ছায়ায় বিশ্রাম নিতে হবে।

রাতের বেলা ধান কাটার বিষয়ে চাষিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, বর্তমানে জেলার বিভিন্ন জায়গায় রাতে ধান কাটা হচ্ছে। এতে হিটস্ট্রোক এড়ানো সম্ভব হচ্ছে। তবে এ সকল চাষিরা যদি আমাদের হারভেস্টার মেশিনগুলো ব্যবহার করেন তাহলে আরও দ্রুত ধান সংগ্রহ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১০

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১১

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৩

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৪

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৫

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৭

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৮

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

২০
X