সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে শিউলী খাতুন নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বালাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিউলী (২৬) ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বালাবাড়ি গ্রামের আবু তালেবের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিউলী খাতুন এ বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বুধবার প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে উত্তীর্ণ হতে পারে না। যার কারণে সে হতাশাগ্রস্ত হয়ে রাতের যে কোনো সময় তার ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে শিউলী নামের এক যুবতী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন