জমিচাষে গরুর বদলে ব্যবহৃত হচ্ছে পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর। আর ধান কাটতে ব্যবহৃত হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। কৃষকের ঘরে ধান তুলতে অধিক খরচ কমাতে ও শ্রমিক সংকট সামাল দিতে কৃষকের মাঠে দাপিয়ে চলছে কম্বাইন হারভেস্টার মেশিন।
হারভেস্টার মেশিন দিয়ে শুধু ধান কাটা নয়, একইসঙ্গে মাড়াই, পরিষ্কার ও সংগ্রহ করা যায়। শহরের মতো এখন কৃষি ক্ষেত্রেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এতে অনেক খুশি দিনাজপুরের পার্বতীপুরের কৃষকরা।
বিভিন্ন সময়ে কৃষকদের ধান কাটার সময়ে পড়তে হতো শ্রমিক সমস্যায়। খরচও হতো অধিক টাকা। পড়তে হতো লোকসানে। এখন সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখন সময় ও অর্থ দুটোই কম লাগছে কৃষকের।
উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কৃষক খালেকুজ্জামান বলেন, প্রতিবিঘা ধান কাটার জন্য শ্রমিকদের ৬ হাজার থেকে ৭ হাজার টাকা দিতে হতো। অনেক সময় বাড়তি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায় না। তবে হারভেস্টার মেশিন আসায় অনেক উপকার হয়েছে। অনেক সহজে ধান কাটা ও মাড়াই হয়ে যাচ্ছে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হাসান জানান, হারভেস্টার মেশিনের জন্য সময়, অর্থ এবং শ্রমিক কম লাগছে। আধুনিক হারভেস্টার মেশিন কৃষকদের জন্য সুফল বয়ে আনছে। এ মেশিনটির প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন