শেখ সাদী সরকার, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রভাবশালীদের দখলে রংপুরের কাফ্রিখাল বিল

রংপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
রংপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল বিল প্রভাবশালীরা দখলে নিয়েছে। এর ফলে ৩ গ্রামের প্রায় ২০০ মৎস্যজীবীর জীবন-জীবিকায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন তারা।

এ ছাড়াও ওই প্রভাবশালীরা মৎস্যজীবীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ৭৭ একর আয়তনের কাফ্রিখাল বিলটি সরকারিভাবে ইজারা দেওয়ার জন্য রংপুর জেলা প্রশাসক গত বছরের ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই অনুযায়ী মিঠাপুকুরের কাফ্রিখাল বিলেরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড বিলটি ভ্যাট ও আয়করসহ ২৪ লাখ ৮৮ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬ বছরের জন্য লিজ গ্রহণ করে। নিয়মানুযায়ী, ভ্যাট ও আয়করসহ প্রথম বছরের লিজের টাকা প্রদান করে ওই সমিতি। চলতি বাংলা সনের পহেলা বৈশাখ মিঠাপুকুর ভূমি কার্যালয় হতে মৎস্যজীবীদের বিলটি বুঝে নেয়। এরপর বিলের উন্নয়নের কাজ শুরু করেন তারা। এরইমধ্যে বিলটি হতে কচুরিপানা পরিষ্কারের সাড়ে ৭ লাখ, বিলের পাড় সংস্কারে সাড়ে ৪ লাখ, মাছের পোনা ছাড়তে ৬ লাখ, নৈশপ্রহরী ও মাছের খাবারের জন্য প্রায় ২ লাখ টাকা খরচ করেছে ওই মৎস্যজীবী সমিতি।

মৎস্যজীবীদের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিলটি গ্রাস করতে উঠেপড়ে লেগেছে। তারা বিলটি থেকে মাছ ধরার পাঁয়তারা করছে। বিলে কর্মরত নৈশপ্রহরীদের হত্যা ও বিষ দিয়ে মাছ নিধনের হুমকি দিচ্ছে। এ ছাড়ও বিলে একটি দেশি প্রজাতি মাছের অভয়ারণ্য রয়েছে। সেটির ক্ষতি সাধনের চেষ্টা করছে। প্রভাবশালীদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের আলহাজ মৃত. তাহার উদ্দিনের ছেলে তোজাম্মেল হোসেন ও মোজাম্মেল হোসেন। এ ছাড়াও মিজানুর রহমান, শাহিনুর ইসলাম, ওয়ারেছ আলী, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, লেলিন মিয়া, আবু আলী, ইলিয়াস আলীসহ প্রায় অর্ধশত ব্যক্তি রয়েছে প্রভাবশালীদের তালিকায়।

মৎস্যজীবী সমিতির সভাপতি মফিদুল ইসলাম বলেন, আমরা মৎস্যজীবীরা সর্বোচ্চ দরদাতা হিসেবে বিলটি ৬ বছরের জন্য লিজ গ্রহণ করি। এ পর্যন্ত আমাদের প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল আমাদের অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। আমরা জেলে, অসহায় মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিলটির দায়িত্বে থাকা ব্যবস্থাপক নুরুল হুদা বলেন, প্রভাবশালীরা বিলটির একটি অংশ অবৈধভাবে চাচ্ছে। আমরা দিতে রাজি না হওয়ায় আমাদের ক্ষতির চেষ্টা করছে তারা। এর ফলে বিলটির পাড়ে বসবাসকারী প্রায় ২শ মৎস্যজীবীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

নৈশপ্রহরী নুরুল আমিন ও একরামুল হক বলেন, প্রভাবশালীরা আমাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। রাতের আধারে লোকজন দিয়ে আমাদের গুম করবে, মেরে ফেলবে- এমনি হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

দখলদারের অভিযোগে অভিযুক্ত তোজাম্মল হোসেন বলেন, কাফ্রিখাল বিল নিয়ে দীর্ঘদিন ধরে ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। আমি সেই বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিলটি নিয়ে ফায়দা লুটের চেষ্টা করেছে। আমি চাই, প্রকৃত মৎস্যজীবীরা বিলটি যেন পায়।

প্রভাবশালীদের অনেকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, কাফ্রিখাল বিলটি কাফ্রিখাল বিলেরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ৬ বছরের জন্য লিজ গ্রহণ করেছে। ইতোমধ্যে তাদের বিলটি বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই ৬ বছর বিলটির দায়-দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

১০

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

১১

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

১২

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

১৩

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

১৪

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

১৬

আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৭

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

১৮

বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্র

১৯

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

২০
X