আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় উপজেলা নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি : কালবেলা

তৃতীয় ধাপে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত এ উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর ‍পাওয়া যায়নি।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। তারপর শুরু হবে ভোট গণনা।

জানা গেছে, এই উপজেলার ৮টি ইউনিয়নের ১ লাখ ৮৬ হাজার ২০৮ জন ভোটারের জন্য ৭২টি ভোটকেন্দ্র রয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিকেলের মধ্যে সবগুলো ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছলেও ব্যালট পেপার পৌঁছায় বুধবার সকালে। এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে শক্ত অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

উপজেলা সদর এলাকার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটার সফিকুল ইসলাম কালবেলাকে বলেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকে তাই সকাল সকাল ভোট দিতে এসেছি। লাইনে যে কয়জন ভোটার আছে আশা করছি আধা ঘণ্টার মধ্যে ভোট দিতে পারব।

উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটার আবুল কালাম কালবেলাকে বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতিও আরও বাড়বে। আমি সবেমাত্র ভোট দিয়ে আসলাম। আমাদের এ কেন্দ্রে কোনোরকম সমস্যা হয়নি।

উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিম বকস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়া তাসলিমা আক্তার কালবেলাকে বলেন, ভোটকেন্দ্রে এখনো তেমন লোকসমাগম না হওয়ায় সহসাই ভোট দিতে পেরেছি।

উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. গোলাম মহিউদ্দিন কালবেলাকে বলেন, এ কেন্দ্রের অনুকূলে ৩ হাজার ৩১০টি ভোট রয়েছে। এ পর্যন্ত এ কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। মনে করা হচ্ছে বেলা বাড়লে ভোটার উপস্থিতি আরও বাড়বে। এখন পর্যন্ত এ কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এই উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে আবু তৈয়ব অপি, আনারস প্রতীক নিয়ে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, টেলিফোন প্রতীক নিয়ে সরকার জহিরুল হক মিঠুন ও দোয়াত কলম প্রতীক নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলা সাধারণ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে নাজমুল হাসান শরীফ, তালা প্রতীক নিয়ে মো. অপু (গোলাম কিবরিয়া অপু), টিয়া পাখি প্রতীক নিয়ে মো. আবু মোছা মোল্লা, মাইক প্রতীক নিয়ে সৈয়দ মেহেদী হাসান ও বই প্রতীক নিয়ে মাসুক সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে তাহমিনা হক পপি, কলস প্রতীক নিয়ে অ্যাডভোকেট জাহান আরা বেগম ও ফুটবল প্রতীক নিয়ে অ্যাডভোকেট শামীমা খানম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১০

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১১

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

১৩

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১৪

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৫

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১৬

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৭

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

১৮

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

১৯

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

২০
X