শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১১:৪১ এএম
আপডেট : ৩১ মে ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

পাহারি ঢলের পানিতে বাড়ছে নদ-নদীর পানি। ছবি : সংগৃহীত
পাহারি ঢলের পানিতে বাড়ছে নদ-নদীর পানি। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ৬টি স্টেশনের একটি স্টেশন দিয়ে সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ০.৮১ সেমি পানি বেড়ে ৯.১৪ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ৪৬ সেমি উপরে।

এদিকে নদ নদীর পানি গেল ৪৮ ঘণ্টায় বাড়লেও দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাউবো’র পক্ষ থেকে বলা হয়েছে, জেলার সবগুলো হাওর পানি শূণ্য থাকায় উজানের ঢলের পানি হাওরে প্রবেশ করলে নদীর পানি কমে যাবে।

সুরমা নদীর পানি ০.২৮ সেমি বেড়ে বিপদসীমার ৫৪ সেমি নিচ দিয়ে অর্থাৎ ৭.২৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিরাই উপজেলায় সুরমা নদীর পানি ০.০৬ সেমি কমে ৫.১২ সেমি উপর দিয়ে অর্থাৎ বিপদসীমার ১৪০ সে.নি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পয়েন্টে যাদুকাটা নদীর পানি ০.০৬ সেমি কমে ৬.২৪ সেমি উপর দিয়ে অর্থাৎ বিপদসীমার ১৮১ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জগন্নাথপুরে নলজুল নদীর পানি ০.০৩ সেমি বেড়ে ৫.৮৮ সেমি ও তাহিরপুর উপজেলার পাটনাই নদীর পানি ০.০৮ সেমি বেড়ে ৫.০৮ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় লাউড়েরগড় পয়েন্টে ২৪, ছাতকে ২০, সুনামগঞ্জে ১৫ এবং দিরাইয়ে ১৭ সেমি বৃষ্টিপাত হয়েছে।

পাউবোর তথ্যমতে, ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৬৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এই বৃষ্টির পানি সুনামগঞ্জের সীমান্ত নদী দিয়ে আসছে ফলে হাওরাঞ্চলে পানি টইটম্বুর হয়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টা পানি বৃদ্ধি থাকবে। এতে করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এই পানি কুশিয়ারা ও সুরমা হয়ে সুনামগঞ্জের দিকেই নামবে। তাতে নদীর পানি আরও কিছু বাড়লেও বন্যার আশঙ্কা নেই। আমাদের হাওরগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি ধারণ ক্ষমতা রয়েছে। ঢলের পানি এখন হাওরে প্রবেশ করবে। নদীর পানিও বিপদসীমা অতিক্রম করবে না। নদীতে পানি বাড়লেও দ্রুতই পানি কমে যাবে। এছাড়াও চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে এখন স্বাভাবিক বৃষ্টিপাত হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বন্যার তথ্য প্রদানের জন্য প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

এ দিকে বন্যা সতর্কতায় সব ধরনের প্রস্তুতি নিতে স্থানীয়রদের সতর্কতা অবলম্বনে করা হয়েছে মাইকিং। তবে এখনো কোনো এলাকা প্লাবিত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১০

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১১

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১২

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৩

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৪

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৫

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৬

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৭

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৮

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৯

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

২০
X