সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন ও ইসা খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) বিকেল ৩টার দিকে তাড়াশ পৌর এলাকার কোহিত তেতুলিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইয়াফি খাতুন ও ইসা খাতুন পৌর এলাকার কোহিত তেতুলিয়া মহল্লার হযরত আলীর মেয়ে।
স্থানীয়দের বরাতে তাড়াশ পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, দুপুরের দিকে কোহিত তেতুলিয়া মহল্লায় হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময়ে দুবোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, পরে বেলা ২টার দিকে শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরে নেমে প্রায় খোঁজাখুঁজি করে পানি থেকে দুই বোনকে উদ্ধার করে স্বজনরা। দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ-৬৪ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
মন্তব্য করুন