রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০১:০৯ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ঝড়ে উপড়ে যাওয়া গাছের চাপায় ২ জনের মৃত্যু

ঝড়ে গাছ উপড়ে পড়ার পর উদ্ধার কাজ চালিয়েছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
ঝড়ে গাছ উপড়ে পড়ার পর উদ্ধার কাজ চালিয়েছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ের তাণ্ডবে একটি বিশাল আকারের গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মো. সেন্টু মিয়া নামের একজনসহ আহত কয়েকজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও চাপা থাকার আশঙ্কায় রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল উদ্ধারকারী দলের উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

নিহতরা হলেন- বাঘার পাঁচপাড়া গ্রামের জামাল উদ্দিন (৪০) ও জাকিরুল ইসলাম (৩৫)। নিহত দুজনের বাড়ি চর বাউসা রাজারপাড়া এলাকায়।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই রাজশাহীর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় প্রচণ্ড আকারে বাতাস আর ধুলো ঝড়। এই ঝড়ের তাণ্ডবে বিশাল বড় একটা পাইকড়ের গাছ বাউসা রাজার মোড় এলাকায় উপড়ে চায়ের স্টলের ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছের নিচে চাপা পড়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাছের নিচে আরও কয়েকজন চাপাপড়ে থাকার শঙ্কা রয়েছে। এজন্য গাছটি কাটা হচ্ছে। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত নিহত কিংবা আহতদের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

মো. এহসারুল্লাহ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সঙ্গে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে বেশ কয়েকজন ওই বটগাছের নিচে পড়ে যান। নিহত দুজনের মধ্যে একজন ব্যবসায়ী রয়েছেন। স্থানীয়রা পাশে থাকা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।

জানতে চাইলে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার ওপর দিয়ে আজ রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ও বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় বটগাছ উপড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

তিনি আরও বলেন, এখনও উদ্ধার কাজ চলছে। আরও কয়েক জন গাছের নিচে চাপা পড়ে আছেন বলে তারা প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদে পড়ে গেল বরযাত্রীসহ বাস

পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

আপনাদের জন্য কাজ করতে চাই, এলাকাবাসীকে ইশরাক

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার

সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রবিউল আলমের

আইসিসিকে কড়া বার্তা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান

দেশের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

ধামরাইয়ে ‘ধর্ষণ গুজব’ ছড়ানো ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার ৪

১০

বিএনপি ক্ষমতায় এলে নদী ভাঙনের স্থায়ী সমাধান নেওয়া হবে : অপু

১১

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৭

১২

নির্বাচনী ইশতেহারে যে ৬ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন তাসনিম জারা

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েরাই এখন বাংলাদেশের ভরসা

১৪

ফরিদপুরে ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১৬

উপজেলা শ্রমিক দল সভাপতি বহিষ্কার

১৭

পবিত্র রমজান মাসকে ঘিরে হারামাইনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

১৮

ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতির কোনো জায়গা থাকবে না : জামায়াত আমির

১৯

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬

২০
X