গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর হাতে নিহত নয়ন হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম ওরফে চোর সাদ্দামকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৫ জুন) ভোরে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি সাদ্দাম টঙ্গী পশ্চিম থানা বাসিন্দা।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১০ জানুয়ারি ভোরে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় কাঠপট্টি মেসার্স খান এন্টারপ্রাইজ নামে দোকানের সামনে দুই ছিনতাইকারী মোটলসাইকেলে এসে ভিকটিম মো. নয়ন মৃধাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজুর রহমান আরও বলেন, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দুজন ছিনতাইকারীদের আসামি করে ভিকটিমের চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান শামীম হত্যা মামলা করেন। আসামিকে আইনের আওতায় আনতে র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আজ ভোরে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে সাদ্দাম ওরফে চোর সাদ্দামকে উত্তরা পশ্চিম থানার ১ নম্বর সেক্টরের লোটো শো-রুমের সামনে থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন