আমজাদ হোসেন শিমুল, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগের ৬৬ উপজেলায় শতকরা ভোটের হার কত

রাজশাহী জেলা ম্যাপ : গ্রাফিক্স কালবেলা
রাজশাহী জেলা ম্যাপ : গ্রাফিক্স কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত রাজশাহীর ৮টি উপজেলাসহ বিভাগের মোট ৬৬টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এসব উপজেলার কোনটিতে কত শতাংশ ভোট পড়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস। এসব তালিকা পর্যবেক্ষণে দেখা গেছে, বিভাগের অধিকাংশ উপজেলায় ভোটের হার ৩০-৪০ শতাংশের ঘরে।

আঞ্চলিক নির্বাচন অফিসের তালিকা পর্যবেক্ষণে দেখা গেছে, গত ৮ মে প্রথম ধাপে রাজশাহীর দুটি উপজেলাসহ বিভাগের ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ীতে ২ লাখ ৮১ হাজার ১৮০ জনের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৫৫৩ জন (৪৬.০৭ শতাংশ) ও জেলার তানোর উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ৬৮ হাজার ৪৩৬ (৪১.১৭ শতাংশ) ভোট দিয়েছেন।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১ লাখ ২২ হাজার ৮৪২ ভোটারের মধ্যে ২৪ হাজার ৪৮৮ জন (১৯.৯৩ শতাংশ), কালাইয়ে ১ লাখ ২২ হাজার ৭৩৬ জনের মধ্যে ৮৫ হাজার ৬১৩ জন (৬৯.৭৫ শতাংশ) এবং ক্ষেতলালে ৯৫ হাজার ১৯১ ভোটারের মধ্যে ৬৯ হাজার ৬৩৯ জন (৭৩.১৬ শতাংশ) ভোটাধিকার প্রয়োগ করেন।

বগুড়ার তিনটি উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ১ লাখ ৯৪ হাজার ২৯৮ ভোটারের মধ্যে ৪৮ হাজার ৯৪৫ জন (২৫.১৯ শতাংশ), সোনাতলায় ১ লাখ ৬৬ হাজার ১৬১ জনের মধ্যে ২৮ হাজার ৪২৭ জন (১৭.১১ শতাংশ) এবং গাবতলী উপজেলায় ২ লাখ ৮০ হাজার ৯২৮ জন ভোটারের মধ্যে ৯১ হাজার ২৮ জন (৩২.৪০ শতাংশ) ভোটার ভোট দেন।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলার মধ্যে ভোলাহাটে ৮৬ হাজার ২২৯ জনের মধ্যে ৩৭ হাজার ৬৪ জন (৪২.৯৮ শতাংশ), গোমস্তাপুরে ২ লাখ ২৬ হাজার ৩০ ভোটারের মধ্যে ৮৭ হাজার ৫০৭ জন (৩৮.৭১ শতাংশ) এবং নাচোলে ১ লাখ ২৫ হাজার ৭৬ জন ভোটারের মধ্যে ৪৬ হাজার ৩১৫ জন (৩৭.০৩ শতাংশ) ভোটার ভোট দেন। নওগাঁয় তিনটির মধ্যে বদলগাছীতে ১ লাখ ৭৬ হাজার ০১ জন ভোটারের মধ্যে ৫৪ হাজার ৩০৮ জন (৩০.৮৬শতাংশ), ধামইরহাটে ১ লাখ ৫৯ হাজার ২৪৬ জনের মধ্যে ৭৪ হাজার ৭৪৬ জন (৪৬.৯৮শতাংশ) এবং পত্মীতলায় ২ লাখ ১ হাজার ৯২০ জনের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯০১ জন ভোটার (৫৭.৪০ শতাংশ) নির্বাচনে ভোট দেন।

নাটোরের তিনটির মধ্যে সদর উপজেলায় ২ লাখ ৭২ হাজার ৩০২ ভোটারের মধ্যে ১ লাখ ৩ হাজার ২৭০ জন (৩৭.৯২ শতাংশ), নলডাঙ্গায় ১ লাখ ১৭ হাজার ১৫১ ভোটের মধ্যে পড়ে ৫৪ হাজার ৫৪৯ (৪৬.৫৬ শতাংশ) এবং সিংড়া উপজেলা নির্বাচনে ৩ লাখ ১২ হাজার ৫৭০ ভোটের মধ্যে ৭১ হাজার ১১১ ভোট (২২.৭৫ শতাংশ) পড়ে।

সিরাজগঞ্জের বেলকুচিতে ২ লাখ ৮৭ হাজার ৪৫২ ভোটের মধ্যে ১ লাখ ৮ হাজার ৮৪০ (৩৭.৮৬ শতাংশ), কাজিপুরে ২ লাখ ৩৪ হাজার ৫৯৮ ভোটের মধ্যে ৭৯ হাজার ৬৬৯ ভোট (৩৩.৯৬ শতাংশ) এবং সিরাজগঞ্জ সদরে ৪ লাখ ৫৬ হাজার ২২২ জনের মধ্যে ১ লাখ ৩ হাজার ৫৫৬ জন (২২.৭০ শতাংশ) নির্বাচনে ভোট দেন।

এ ছাড়া পাবনার তিনটি উপজেলায় বেড়ায় ২ লাখ ২৬ হাজার ১৫২ ভোটের মধ্যে ৭৬ হাজার ৯৮৭ জন (৩৪.০৪ শতাংশ), সাঁথিয়ায় ৩ লাখ ২১ হাজার ২৬১ জনের মধ্যে ৮৮ হাজার ৪৯৪ জন (২৭.৫৫ শতাংশ) এবং সুজানগর উপজেলা নির্বাচনে ২ লাখ ৪৪ হাজার ১১৯ জনের মধ্যে ১ লাখ ২১ হাজার ৫১৬ জন ভোটার (৪৯.৭৮ শতাংশ) ভোট দেন।

গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর ৩টি উপজেলাসহ বিভাগের ১৯টি উপজেলায় নির্বাচন। এর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলায় ৩ লাখ ১১ হাজার ৪ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন ৫৫ হাজার ৯১৯ জন (১৭.৯৮ শতাংশ), জেলার পুঠিয়া উপজেলায় ১ লাখ ৮২ হাজার ১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৩৩৮ (৩৪.৪৭ শতাংশ) এবং দুর্গাপুর উপজেলায় ১ লাখ ৫৯ হাজার ৯৩৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭১ হাজার ৯ জন (৪৪.৪০ শতাংশ)।

বিভাগের জয়পুরহাট জেলা দুটি উপজেলার মধ্যে সদরে ২ লাখ ৫১ হাজার ৫৯৫ জনের মধ্যে ভোট পড়েছে ৩৫.৫৭ শতাংশ এবং পাঁচবিবি উপজেলায় ভোট পড়েছে ৩৯.৪৭ শতাংশ। বগুড়ার ৩টি উপজেলার মধ্যে আদমদীঘিতে ৪৫.৫০ শতাংশ, দুপচাঁচিয়ায় ৪৩.৮৩ শতাংশ এবং কাহালু উপজেলায় ৪১.৬১ শতাংশ ভোট পড়েছে।

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে ভোট পড়েছে ৩৩.৬৪ শতাংশ। নওগাঁর তিনটি উপজেলার মধ্যে পোরশায় ৬৪.৪৩ শতাংশ, সাপাহারে ৫৬.৩৭ শতাংশ এবং নিয়ামতপুর উপজেলায় ৪৯.৬৪ শতাংশ ভোট পড়েছে। নাটোরের দুটি উপজেলার মধ্যে লালপুরে ৪৩.২১ শতাংশ ও বাগাতিপাড়ায় ৪৩.২৬ শতাংশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৪৮.০৬ শতাংশ ও উল্লাপাড়ায় ২৭.১৯ শতাংশ; পাবনার ৩টি উপজেলার মধ্যে চাটমোহরে ১৮.০১ শতাংশ, ভাঙ্গুরায় ৩৩.৭৯ শতাংশ এবং ফরিদপুর উপজেলায় ভোট পড়েছে ৩৭.৪৬ শতাংশ।

গত ২৯ মে তৃতীয় ধাপে রাজশাহীর ২টি উপজেলাসহ বিভাগের ১৪টি উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন। এই দফায় রাজশাহীর দুটি উপজেলার মধ্যে পবায় ৩৬.৩৯ শতাংশ ও মোহনপুরে ৪৯.৩৬ শতাংশ; বগুড়ার ৩টি উপজেলার মধ্যে শিবগঞ্জে ৪১.৮৫ শতাংশ, সদর উপজেলায় ২০ শতাংশ ও শাজাহানপুরে ৪৫.৪৪ শতাংশ; নওগাঁর দুটি উপজেলার মধ্যে রাণীনগরে ৪১.৭০ শতাংশ ও আত্রাইয়ে ৪৩.০৫ শতাংশ; নাটোরের দুটি উপজেলার মধ্যে গুরুদাসপুরে ৩৩.৭৬ শতাংশ ও বড়াইগ্রামে ৩৭.৬৬ শতাংশ; সিরাজগঞ্জের দুটির মধ্যে চৌহালী উপজেলায় ২৬.২১ শতাংশ ও শাহজাদপুরে ৩০.৫৮ শতাংশ এবং পাবনার তিনটি উপজেলার মধ্যে ৪১.৮৭ শতাংশ, ঈশ্বরদীতে ২৮.০৯ শতাংশ ও আটঘরিয়ায় ৫৪.৪৫ শতাংশ ভোট পড়েছে।

এছাড়া গত ৫ জুন উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর ২টিসহ বিভাগের ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দেখা যায়, রাজশাহীর দুটি উপজেলার মধ্যে বাঘায় ৪০.০৪ শতাংশ ও চারঘাটে ৪৯.৭৫ শতাংশ; বগুড়ার তিনটি উপজেলার মধ্যে নন্দীগ্রামে ৪৬.২৬ শতাংশ, শেরপুরে ২৮.৯২ শতাংশ ও ধনটে ৩৭.৮৭ শতাংশ; নওগাঁর তিনটির মধ্যে মান্দা উপজেলায় ৩৭.৪০ শতাংশ, সদর উপজেলায় ২০.৮৭ শতাংশ ও মহাদেবপুরে ৩৭.৫১ শতাংশ এবং চতুর্থ ধাপের এই নির্বাচনে সিরাজগঞ্জের দুটি উপজেলার মধ্যে কামারখন্দে ৩৭.৮০ শতাংশ ও রায়গঞ্জ উপজেলা ৩৬.৩৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জানতে চাইলে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, `প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত রাজশাহী বিভাগের ৮ জেলার ৬৬টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই-চারটি উপজেলায় ভোটের হার কিংবা ভোটার উপস্থিতি একটু কম থাকলেও অধিকাংশ উপজেলায় ৪০-৬০ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X