বগুড়ার কাহালুতে অস্ত্রসহ ২৮ মামলার আসামি ও যুবদল নেতা ব্রাজিলকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোড়পাড়া গ্রামের তালুকদার পাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্রাজিল বগুড়া সদরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে ও শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সাবেক সভাপতি। কাহালু থানার ওসি সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ব্রাজিলের বিরুদ্ধে ২টি অস্ত্র, বিস্ফোরকদ্রব্য আইনে ৫টি, মাদকদ্রব্য আইনে ১টি, সন্ত্রাসবিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি, চাঁদাবাজির ৬টি ও অ্যাসিড নিক্ষেপের ২টি মামলাসহ মোট ২৮টি মামলা রয়েছে। সম্প্রতি তিনি যুবদল ছেড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগদান করেছেন বলেও গুঞ্জন রয়েছে। বগুড়া জেলা পুলিশের বেশ কয়েকটি দল ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, ব্রাজিল শহরতলীর গোদাপাড়া এলাকায় বেশি থাকতেন। কিছুদিন আগে জেলা যুবদলের নেতা ব্রাজিলের মোটরসাইকেলের ওপর হামলা হয়। সে সময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সঙ্গে অপর গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার সময় ব্রাজিল মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি মুরইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিম পাড়ায় ফিরছিলেন। রাস্তায় পাশে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় তার মোটরসাইকেলের পেছনে সিটে একজন আরোহী ছিলেন। তবে হামলায় সময় তিনি পালিয়ে যান।
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।