ফেনীতে বজ্রপাতে মোহাম্মদ আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্র আনোয়ার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উত্তর কাশিমপুর গ্রামের নুর করিমের ছেলে। সে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের পিতা বলেন, দুপুরে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর আমার সঙ্গে উত্তর কাশিমপুর গ্রামের খালের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে ঘাস কাটা শেষে বাড়ি ফিরছিল আনোয়ার। এ সময় আকস্মিক বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই আমরা সামনেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলের আশপাশের লোকজন এগিয়ে এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর কথা তিনি শুনেছেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত জানতে পারব।
আনোয়ারের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন