নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী দুই স্কুলের সভাপতি, স্ত্রী না এসেই তোলেন বেতন

আ.লীগ নেতা আবু খালেদ বুলু। ছবি : সংগৃহীত
আ.লীগ নেতা আবু খালেদ বুলু। ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবু খালেদ বুলু। একই সঙ্গে দুটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির পদও নিজের দখলে নিয়ে আছেন তিনি। তার স্ত্রী ফাতেমা বেগম মুক্তা করেন শিক্ষকতা। ফাতেমার বিরুদ্ধে অভিযোগ, স্কুলে না এসেই নিয়মিত বেতন তোলেন তিনি। অবশ্য এসব কিছু ক্ষমতার জোরে করছেন বলে অভিযোগ স্থানীয় ও কর্তব্যরত একাধিক শিক্ষকের।

ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ভান্ডারপুর সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয় ও কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২২ বছর ধরে সভাপতির দায়িত্বে আছেন আবু খালেদ বুলু। একইভাবে প্রায় দুই যুগ ধরে সভাপতির দায়িত্বে আছেন ১৯৯৭ সালে স্থাপিত ভান্ডারপুর সাবিত্রী বালিকা উচ্চবিদ্যালয়ের। আর স্থানীয়দের ভাষ্য তার স্ত্রী ফাতেমা বেগম মুক্তা মাসের পর মাস এমনকি বছরের পর বছর অনুপস্থিত তার কর্মস্থল কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে।

১৯৬৪ সালে এলাকার কিছু কৃতি সন্তানের উদ্যোগে কোলা বাজারে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয় প্রায় ১৫ বছর আগে ফাতেমা বেগম সমাজবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। আর তখন প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক। সেই সময় তার স্বামী আবু খালেদ বুলু ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এখন তিনি সভাপতি।

অভিযোগ উঠেছে, শিক্ষিকা ফাতেমা বেগম কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন। যেটা নিয়মবহির্ভূত। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, মাসের পর মাস স্কুলে উপস্থিত না থেকেও বেতন তুলছেন কীভাবে? অনেকে বলছেন- তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে বিদ্যালয় কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগসাজশে এ কাজ সম্পাদন করে আসছেন তিনি।

এদিকে ফাতেমা বেগমের হয়ে শিক্ষকতার প্রক্সি দিচ্ছেন অপর এক নারী। বিষয়টি শনিবার (১ জুন) সরেজমিনে গিয়ে কর্তব্যরত শিক্ষকের কাছ থেকে জানা যায়, ফাতেমা বেগম স্কুলে আসেননি।

এ বিষয়ে কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রার্থ কুমার মন্ডল বলেন, ‘আজ স্কুলে আসার কথা ছিল। কিন্তু ফোনে অসুস্থতার কথা জানিয়ে স্কুলে আসেননি তিনি’। শিক্ষিকা ফাতেমা বেগম বছরের পর বছর অনুপস্থিত থেকে বেতন তোলার বিষয়ে জানতে চাইলে তার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ‘অসুস্থতার জন্য তিনি গত দুই তিন মাস থেকে অনুপস্থিত। তবে ছুটির আবেদন নেই, মৌখিকভাবে ম্যানেজিং কমিটির সভাপতি অবগত আছেন। আমি কয়েক দিন হলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি। তবে তিনি এখন থেকে স্কুলে নিয়মিত আসবেন’।

রোববার (০৯ জুন) মোবাইল ফোনে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রার্থ কুমার মন্ডল জানান, সেদিনের পর থেকে ওই শিক্ষিকা নিয়মিত স্কুলে আসছেন।

অপরদিকে স্থানীয়দের অভিযোগ- বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু দলের প্রভাব খাটিয়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় এবং সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২ যুগ ধরে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে এই দুই বিষয় নিয়ে স্থানীয়দের মাঝে চলছে সমালোচনা।

বক্তব্য জানার জন্য সহকারী শিক্ষক ফাতেমা বেগমের মোবাইল ফোনে বারবার কল দিলেও ফোন রিসিভ হয়নি।

কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি।

দুই যুগ ধরে দুই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করার বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, বিএনপির সময় শুধু দুই টার্ম সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলাম না। তখন তারা একই সঙ্গে দুই স্কুলে থাকা যাবে না বলে একটা আইন করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই আইন আবার বাতিল হয়েছে। একটা প্রজ্ঞাপন আছে। তাই আমি দুই স্কুলের দায়িত্ব পালন করছি। তবে শিক্ষার মান ভালো আছে বলে তিনি দাবি করেন।

একই সঙ্গে দুই স্কুলে সভাপতির দায়িত্ব পালন করা যায় কি না- এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম বলেন, সরকারি বিধি থাকলে বোর্ড সেই কমিটি পাশ করে দেয়। এটার নিয়ম থাকতে পারে। আর দুই যুগ ধরে দায়িত্বে থাকতে পারেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, আমি বিষয়টি জানি না। তবে কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি দেখা হবে। আর শিক্ষিকার স্কুলে না এসে বেতন তোলার বিষয়ে জানতে চাইলে একইভাবে লিখিত অভিযোগের কথা এবং ম্যানেজিং কমিটি বিষয়টি দেখেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে আর রক্ষা নেই, নতুন বিধান

১১

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি

১২

৩ মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি

১৩

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

১৪

বন্ধুর জানাজায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবুর পরলোকগমন

১৫

শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান

১৬

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

১৭

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আইইবির

১৮

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

১৯

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

২০
X