শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বাসক পাতা সংগ্রহের উদ্যোগ নেই, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অংশীজনরা

গারো পাহাড়ে তৈরি করা বাসক বাগান। ছবি : কালবেলা
গারো পাহাড়ে তৈরি করা বাসক বাগান। ছবি : কালবেলা

সুফল প্রকল্পের আওতায় শেরপুরের গারো পাহাড়জুড়ে তৈরি করা হয়েছে ভেষজ চিকিৎসা ব্যবহৃত বাসক পাতার বাগান। দীর্ঘ তিন বছরের অধিক সময় পার হলেও পরিপক্ব বাসক গাছ থেকে পাতা সংগ্রহের কোনো উদ্যোগ নেই বন বিভাগের।

বাগানের অংশীজনদের দাবি, সঠিক সময়ে পাতা সংগ্রহ না করার ফলে ঝরে পড়ছে পাকা পাতা। মূল্যবান এ ঔষধি গাছের পাতার প্রচুর চাহিদা থাকলেও নিলাম প্রক্রিয়ার জটিলতায় হচ্ছে না পাতা বিক্রি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাহাড়ে বসবাসকৃত অতি নিম্নআয়ের মানুষ।

সম্প্রতি শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের আওতায় বিভিন্ন বাগানে গিয়ে দেখা গেছে, ভেষজ চিকিৎসায় বাসক পাতার বাগান পাহাড়জুড়ে ছেয়ে গেছে। উঁচুনিচু পাহাড়ে যেন সবুজে ঢেউ খেলছে। অনেক গাছের নিচে ঝরে পড়ে আছে পাকা পাতা। দীর্ঘ তিন বছরের অধিক সময় পার হলেও পরিপক্ব বাসক গাছ থেকে পাতা সংগ্রহ না করায় ঝরে পড়ছে পাকা পাতা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় গারো পাহাড়ের তিন রেঞ্জে ৬ হাজার ৫৮০ একর জমিতে সুফল বাগান করে বন বিভাগ। এতে রোপণ করে দেশীয় বৃক্ষ, ফল ও ঔষদিসহ ৬০ প্রজাতির প্রায় ৫০ লাখ বৃক্ষ। এর আওতায় ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থ বছরে বালিজুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের আওতায় ২৪৫ হেক্টর জমিতে বাসক পাতার গাছ লাগানো হয়।

বাগানের অংশগ্রহণকারীরা জানান, একটি গাছ থেকে বছরে তিনবার পাতা তোলা যায়। শুকানোর পর একটি গাছ থেকে কয়েক কেজি পাতা পাওয়া যায়। এক কেজি শুকনো পাতার মূল্য ৫০ টাকার উপরে। একবার চারা গাছ লাগানো হলে বহু বছর পর্যন্ত সেই গাছ থেকে পাতা পাওয়া যায়। সঠিক সময়ে পাতা সংগ্রহ না করার ফলে ঝরে পড়ছে পাকা পাতা। গাছ লাগানোর ৬ মাস কিংবা ১ বছর পর থেকেই পাতা সংগ্রহ শুরু করা গেলেও তিন বছর পরেও তোলা হচ্ছে না পাতা। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

বাংলাদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, আমরা পাহাড়ে বসবাস করি। আমাদের অনেকেই এসব বাগানের অংশীজন। বাসকের পাতা দিয়ে দেশের নামকরা ওষুধ কোম্পানিগুলো কাশির সিরাপ তৈরি করছে। এভাবে পাতা নষ্ট না করে বিক্রি করলে স্থানীয়রা লাভবান হবেন।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ অফিসার মো. সুমন মিয়া বলেন, দ্রুতই নিলামের মাধ্যমে পরিপক্ব বাসক গাছ থেকে পাতা বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১০

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১১

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১২

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১৩

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১৪

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১৫

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১৬

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৮

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৯

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

২০
X