কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকার-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই শিশুর মাসহ তিন জন।
মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মায়ের কোলে থাকা এক শিশু মারা যায়। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে জেলা সদর হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর সদর উপজেলার ঘাটিয়ারার ফয়সাল ও আশুগঞ্জের তারুয়ার জাহিদুল ইসলাম নামে দু’জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তবে শিশুটির মরদেহ কিংবা তার আহত মা হাসপাতালে আসেনি।
মন্তব্য করুন