কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীদের সহযোগিতায় দেশের অর্থনীতি সচল : রাষ্ট্রপতি

পাবনা সফরের তৃতীয় দিনে সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি। ছবি : কালবেলা
পাবনা সফরের তৃতীয় দিনে সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি। ছবি : কালবেলা

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী সাহসী সিদ্ধান্ত ও ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে পাবনা সফরের তৃতীয় দিনে সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় স্বাগত বক্তব্য দেন পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আলী মুর্তজা বিশ্বাস সনি। সঞ্চালনা করেন পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করে। নিয়মনীতি মেনে ব্যবসা করলে সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, ব্যবসায়ীরা নিয়মনীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

অতি মুনাফালোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের ভোগান্তি যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি। সরকার ইতিমধ্যে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আশা করেন, এ বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যমান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সচিব ওয়াহেদুজ্জামান খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল উদ্দিন, প্রেস সচিব জয়নাল আবেদীন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বিশ্বাস বাদশা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

১০

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

১১

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

১২

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

১৩

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

১৪

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

১৫

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

১৬

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

১৭

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

১৮

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

১৯

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

২০
X