দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টা উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক নজরুল ইসলাম ও পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমাণিক হোসেনের স্ত্রী জাহানারা বেগম।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি বারাইহাট থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর উদ্দেশে রওনা দেয়। অটোরিকশাটি বারাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চালক ও সহযোগীকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।
মন্তব্য করুন