সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ জানিয়ে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়ে। পরে পথসভার অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব অয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সহসভাপতি এস এম তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক, শেখ জাহাঙ্গীর কবির, আশাশুনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সাহেব আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম (জীবন), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক খন্দকার আনিসুর রহমান (তাজু) প্রমুখ।
উল্লেখ্য, গতবছরের ৯ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানকে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে গত (৯ জুন) ১০১ সদস্যের সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তারা।
মন্তব্য করুন