মিঠু দাস জয়, সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে পশুর হাটে কমছে না দাম, ক্রেতাদের অপেক্ষা

সিলেট নগরীর বিভিন্ন সড়কে বলেছে মৌসুমি পশুর হাট। ছবি : কালবেলা
সিলেট নগরীর বিভিন্ন সড়কে বলেছে মৌসুমি পশুর হাট। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিলেটের পশুর হাটগুলোতে পশু কেনা-বেচা শুরু হয়েছে।

শুক্রবার (১৪ ‍জুন) থেকে বাজারে ঢুকতে শুরু করেছে প্রান্তিক পর্যায়ের কৃষকের গরু। তবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষি বেশি হলেও বিক্রি কম। ক্রেতারা এক হাট থেকে আরেক হাট আর খামারে পশু দেখে বাজার যাচাই করছেন।

সরেজমিনে দেখা যায়, মৌসুমি পশুর হাট নগরের বিভিন্ন এলাকায় বসেছে। এগুলোকে প্রশাসন অবৈধ বলে অভিহিত করেছেন। জানা গেছে, এসব পশুর হাটের সঙ্গে নাম জড়িয়েছে ক্ষমতাশীন দলের নেতাকর্মীদের।

সিলেটের প্রধান পশুর হাট কাজির বাজারে গিয়ে দেখা যায়, বাজারে কোরবানির পশু ঢুকতে শুরু করেছে। এই বাজারের প্রধান আকর্ষণ কালো পাহাড় এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু। গরুটিকে দেখতে ক্রেতা থেকে শুরু করে উৎসুক জনতা ভিড় করছেন। অন্যদিকে কালো পাহাড়ের মালিক তার দাম হাঁকাচ্ছেন ৩০ লাখ টাকা। ক্রেতারা কেউ বলছেন, সাত লাখ টাকা আবার কেউ ১০ লাখ টাকা করে দাম কষাকষি করছেন।

গরুটিকে ঘিরে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। কেউবা গরুটিকে ভিডিও করে রাখছেন আবার কেউবা ভিডিও কলের মাধ্যমে আত্মীয়-স্বজনদের দেখাচ্ছেন গরুটি।

গরুটির মালিক হানিফ রহমান কালবেলাকে বলেন, আমার ফার্মের গরু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় করা। কৃত্রিম কোনো পন্থা ছাড়াই আমি গরু মোটাতাজা করেছি। আর বর্তমানে পশু খাদ্যের দাম বেশি থাকায় গরুর দামও বেশি। আমার এই গরুটির দাম ৩০ লাখ টাকা। ক্রেতারা সাত থেকে ১০ লাখ টাকা দাম করছেন। আশা করি, কাল অথবা পরশু আরও ক্রেতা সমাগম ঘটবে এবং গরুগুলোও বিক্রি করতে পারব।

ক্রেতা শরিফ উদ্দিন কালবেলাকে বলেন, গরুর দাম বেশি, ৭০ হাজার টাকার গরু ১ লাখ টাকা বলছেন। আমরা গরু কিনতে আসছি। কিন্তু বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না। দেখি বাজার ঘুরে কিনতে পারি কি না।

ক্রেতা সুমন মিয়া কালবেলাকে বলেন, বাজারে গরুর দাম বেশি। যে গরু ৮০ হাজারে পাওয়া যায় সে গরু দেড় লাখ ২ লাখ টাকা দাবি করা হচ্ছে। গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি।

ছাগল বিক্রেতা খছরু মিয়া বলেন, বাজারে ক্রেতা আছে কিন্তু ১৫ হাজার টাকার ছাগল ১০ হাজার টাকা দাম করছেন। আমরা তো আর লসে বিক্রি করতে পারি না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, সিলেট বিভাগে এবার কোরবানির পশু ৩৬ হাজার ১৪৬টি। এবার সিলেট বিভাগে বেড়েছে পশুর উৎপাদন। কোরবানির পশুর সংকট নেই। পশুর চাহিদা ৩ লাখ ৯৪ হাজার ২৫১টির বিপরীতে বিভাগজুড়ে প্রস্তুত ৪ লাখ ৩০ হাজার ৩৯৭টি রয়েছে।

প্রান্তিক পশুপালনকারীদের বাদ দিয়ে তালিকা হলেও এবার সিলেট বিভাগে কোরবানিযোগ্য পশুর ঘাটতি নেই।

এ ছাড়াও ৩টি স্থায়ী পশুর হাটে চলবে কোরবানির পশুর বেচাকেনা। আজ শুক্রবার প্রথম দিন থেকেই জমে উঠতে শুরু করেছে এসব হাটে পশু বেচাকেনা।

প্রথম দিনে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের দাবি, পশুর দাম বেশি চাচ্ছেন পাইকারেরা। অন্যদিকে পাইকারদের দাবি, কোরবানির পশুর ক্রেতা থাকলেও দাম কম। তুলনায় হাটে ক্রেতা কম, তাই আশানুরূপ বেচাকেনা হচ্ছে না।

অন্যদিকে হাট ইজারাদারদের দাবি, শুক্রবার সকালে এমনিতেই হাটে ক্রেতা কম, বিকেল থেকে বাড়বে ক্রেতার চাপ। পাইকার ও ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

চার জেলায় বন্যার আশঙ্কা

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

শিক্ষার বিস্তারে হাওরে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে : মাহবুবুর রহমান

গ্রেপ্তারের সময় পুলিশকে যা দেখাতে হবে

এবার পদ্মা সেতু ব্লকেডের হুঁশিয়ারি

চাকসু নির্বাচন / ছুটির পর প্রচারে জমজমাট চবি ক্যাম্পাস

১০

তিস্তার পাড়ে রেড অ্যালার্ট

১১

ডেঙ্গু পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

১২

ঐকমত্য কমিশনের বৈঠক / সংসদ নির্বাচনে আলাদা ব্যালট রাখার কথা বলেছে বিএনপি

১৩

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

১৪

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

১৫

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

১৬

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

১৭

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

১৮

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

১৯

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

২০
X