দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) এর দুই থানায় গরু কেনার জন্য এক লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর মধ্যে কসবা থানা পুলিশকে এক লাখ ও আখাউড়া থানায় ৭০ হাজার টাকা দিয়েছেন তিনি।
রোববার (১৬ জুন) সকালে দুই থানায় টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। তিনি আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
মেয়র আরও বলেন, কোরবানির সময় অনেক পুলিশ সদস্য ছুটি নিয়ে বাড়ি না গিয়ে দায়িত্ব পালন করবেন। তাদের কথা চিন্তা করেই মন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। ওই টাকায় গরু কিনে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কসবা ও আখাউড়া থানার পুলিশ সদস্যরা।
মন্তব্য করুন