পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ৪০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
বুধবার (১৯ জুন) রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের বিজয়ের স্ত্রী মেঘনা রানি (৩৬) নামে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃত ওই আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম বার) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের মাদক ব্যবসায়ী বিজয়ের বাড়ি থেকে তার স্ত্রীকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃত ওই নারী আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার (২০ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদার।
মন্তব্য করুন