রংপুর ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে সাবেক স্পিকার, ডিসি-এসপিসহ ১৭ জনের নামে মামলা

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পুরোনো ছবি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পুরোনো ছবি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় জাতীয় সংসদের সাবেক স্পিকার, রংপুরের সদ্য বদলি হওয়া ডিসি মোবাশ্বের হাসানসহ ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত মিলন রংপুর নগরীর পূর্ব গনেশপুর এলাকার মন্টু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) আদালতের বিচারক রাজু আহম্মেদের আদালতে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) মামলাটি করেন। বিকেলে আদালত কোতোয়ালি থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন- রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু আশরাফ সিদ্দিকী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান সাফি ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

এ ছাড়া আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে ৮ থেকে ১৭নং আসামিদের প্ররোচনা ও উসকানিতে গুলি চালানো হয়। ১ থেকে ৭নং আসামিদের নির্দেশে ২, ৩, ৪, ৬ ও ৭নং আসামিসহ হেলমেট পরিহিত পুলিশ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মিলন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

খালেদা জিয়া ঐক্যের প্রতীক : আমিনুল হক

বিরল প্রজাতির শকুন উদ্ধার

নভেম্বরে আড়াই লাখ ব্যানার-পোস্টার অপসারণ করেছে ডিএনসিসি

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে সহপাঠীসহ ৩ জন রিমান্ডে

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা

১০

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

১১

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

১২

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

১৩

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার 

১৪

সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

১৫

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

১৬

চমকে দিলেন ফারিণ

১৭

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

১৮

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

১৯

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

২০
X