কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
আদালতে আমুর হুঁশিয়ারি

আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে না 

আমির হোসেন আমু। পুরোনো ছবি
আমির হোসেন আমু। পুরোনো ছবি

আমি ঢাকা বারের একজন আজীবন সদস্য। কিন্তু আজ আদালতে যে পরিবেশ দেখলাম তাতে করে আমার কথা বলা উচিত বলে মনে করছি না। আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে, এমনটা মনে করবেন না। আমি একজন রাজনীতিবিদ আমাকে নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যে বক্তব্য রেখেছেন তা নিয়ে দুই ঘণ্টা বক্তব্য দেওয়া সম্ভব। আমি দুই মিনিটে কী বলবো!

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রিমান্ড শুনানিতে আদালতে এমন মন্তব্য করেছেন।

আদালতে এই মন্তব্য ঘিরে তাকে চোর, লুটেরা, স্বৈরাচারের সহযোগী দুয়োধ্বনি দেন রাষ্ট্রপক্ষ ও বিএনপিপন্থি আইনজীবীরা। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ আসামির উপস্থিতিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তার আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, স্বাধীনতার পর আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্রের বীজ বপন করে। যার ফলে স্বৈরাচার হয়ে ওঠেন শেখ মুজিব এবং বাকশাল গঠন করেন। গণমাধ্যমকে গলাটিপে ধরা সহরক্ষীবাহিনী গঠন করে ৩৫ হাজার জাসদ নেতা হত্যা করা হয়। যারা স্বাধীনতা আন্দোলনের সুফল ঘরে তুলতে চেয়েছিল তাদের রাজনীতর মাঠ থেকে কোণঠাসা করার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন আমু। একইভাবে শেখ হাসিনাকেও স্বৈরাচার করে তুলতে নিকৃষ্ট ভূমিকা পালন করেছেন তিনি। গুম, খুন ,হত্যা, আয়নাঘরের মূল কারিগর আমুরাই। আবার ওয়ান ইলিভেনের সময় তিনিই শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলেন। চৌদ্দ দলের যেসব নেতা কোন এলাকার ইউপি সদস্য হওয়ার যোগ্য নয় তাদের নিয়ে মহাজোটের নামে ভণ্ডামি করেছেন আমির হোসেন আমু। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গণভবনের আলোচিত ৪ আগস্টের মিটিংয়ে তিনি হত্যার পরিকল্পনা করেন ও নির্দেশ দেন। দৈনিক কালবেলাসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে আমির হোসেন আমুর বিপুল অংকের টাকা লুটপাট, স্বর্ণের নৌকা উপহার নেওয়া, টাকার জাজিমে ঘুমানোর খবর প্রকাশিত হয়েছে। ওয়াদুদ হত্যার পরিকল্পনাকারী হিসেবে আমির হোসেন আমু সরাসরি জড়িত উল্লেখ করে তিনি তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন।

তার বক্তব্যের পর আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে বলেন, আদালতে দারুণ বক্তব্য রেখেছেন। তবে তা রাজনৈতিক মঞ্চে দিলে ভালো হতো। সঙ্গে সঙ্গে দুয়োধ্বনি দেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটরসহ বিএনপিপন্থি আইনজীবীরা। তুমুল হট্টগোলের মুখে তিনি এজলাস ত্যাগ করেন।

এরপর আসামিপক্ষের আরেক আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, হাইকোর্টের আইনজীবী জেড আই খান পান্না আমির হোসেন আমুর আইনজীবী। আমরা তার সহযোগীরা এসেছি।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা দুটি ওকালাতনামা দেন। এ নিয়ে হট্টগোলে জড়ান আসামিপক্ষের আইনজীবীদের দুটি পক্ষ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আমির হোসেন আমু এ মামলার এজহার নামীয় আসামি।

এর আগে গতকাল বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১০

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

১১

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১২

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১৩

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১৪

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১৫

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১৬

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৭

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৮

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৯

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

২০
X