বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের দুইটি ফ্ল্যাট জব্দ এবং সাতটি ব্যাংক হিসাবে থাকা ৫১ লাখ ৭০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মাধবী দেবনাথের জব্দ হওয়া ফ্ল্যাটের মধ্যে গুলশানের একটি। যার মূল্য ২৯ লাখ ৪৫ হাজার ১২৪ টাকা। এর আয়তন ২৮৪৬ বর্গফুট। সঙ্গে রয়েছে ৩০০ বর্গফুটের দুটি গ্যারেজ। অন্যটি বাড্ডায়। এর আয়তন ১৫৬৩ বর্গফুট। মূল্য ৫৩ লাখ ২৪ হাজার।
মাধবী দেবনাথের ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক মো. রুহুল হক। আবেদনে বলা হয়, মাধবী দেবনাথের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মাধবী দেবনাথের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা স্থানান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
মন্তব্য করুন