কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় মঙ্গলবার

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের রায় আগামীকাল মঙ্গলবার (২৭ মে) নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এ আপিল করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (০৮ মে) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। মঙ্গলবার (০৬ মে) হয় প্রথম দিনের শুনানি।

আইনজীবী শিশির মনির বলেন, যে যুক্তি তর্ক তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামায়াত নেতা। এর আগে গত ৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে দুই নম্বর, তিন নম্বর এবং চার নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম।

এ ছাড়া পাঁচ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ছয় নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ছয় নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়। আর পাঁচ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট আবেদন করেছিলেন এ টি এম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেন। এরপর তিনি আপিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমে আপনি যা দেখেছেন, তাই বলে দেবে আপনি আবেগী নাকি যৌক্তিক

বলিউড থেকে নির্বাসিত তনুশ্রী দত্তের একাকী লড়াই

পূবালী ব্যাংকে বড় নিয়োগ, আগামীকালই আবেদনের শেষ দিন

নদীর পেটের প্লাস্টিক যাচ্ছে সমুদ্রে, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য

এনসিপির নিবন্ধন / ২৫ উপজেলায় পূরণ হয়নি ২০০ ভোটারের শর্ত

১৯ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

প্রায় ১০৪০ কোটি টাকায় ক্যামেরুন তারকাকে দলে নিল ম্যানইউ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবিদ গ্রেপ্তার, এলাকাজুড়ে স্বস্তি

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

জামায়াতের সমাবেশ : সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে প্রথম পর্ব শুরু

১১

দুবাইয়ে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

১২

বৃষ্টির পরও কেন কমছে না ভ্যাপসা গরম? কী বলছেন আবহাওয়াবিদ

১৩

সাবেক সভাপতিকে অপমান, ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেলেন বড় শাস্তি

১৪

নিয়োগ দিচ্ছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন

১৫

টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৬

কবর থেকে ১০ কঙ্কাল উধাও 

১৭

হাওরে ভাসমান বাজারের উদ্বোধন, সমালোচনার ঝড় 

১৮

অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড

১৯

অবশেষে জানা গেল মেসি-ইয়ামালদের ফিনালিসিমার তারিখ

২০
X