কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘হ্যান্ডকাপে’ হাত কাটল আমুর, ব্যান্ডেজ করে কারাগারে 

আদালতে আমির হোসেন আমু। ছবি : সংগৃহীত
আদালতে আমির হোসেন আমু। ছবি : সংগৃহীত

আদালতে শুনানিতে তোলার সময় হ্যান্ডকাপে হাত কেটেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর। এরপর তাকে আদালতের অনুমতি নিয়ে ব্যান্ডেজ করে ফের কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ মর) সকালে কারাগার থেকে আমুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর সকাল ১০ টার দিকে যাত্রাবাড়ীতে একটি হত্যাচেষ্টা মামলায় শুনানির জন্য তাকে হাতে হ্যান্ডকাপ, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে তোলা হয়।

বয়স্ক ও অসুস্থ হওয়ায় একা চলাচলে অনেকটায় অক্ষম আমির হোসেন আমুকে ৪/৫ জন পুলিশ সদস্য মিলে নিয়ে যান। তবে সিঁড়িতে উঠতে বেগ পান পুলিশ সদস্যরা। উঠতে পারছিলেন না আমু। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য যোগ হয়ে তাকে এজলাসে নিয়ে যান।

কাঠগড়ায় তোলার পর দেখা যায় তার হাত কেটে রক্ত বের হচ্ছে। এসময় টিস্যু দিয়ে রক্ত মোছেন আমু। রক্তে টিস্যু ভিজে যায়। কাঠগড়ায় আমু বসার জন্য আদালতের কর্মচারীদের কাছে একটা টুল চান। তবে কেউ কর্ণপাত করেননি। কিছুক্ষণ পর আবারও একটা টুল চান সাবেক এই মন্ত্রী। তখন আদালতের একজন একটা টুল দিতে এগিয়ে আসেন। তবে পুলিশ কর্মকর্তারা তাকে থামিয়ে দেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন বলেন, আদালতের অনুমতি নিয়ে টুল দিতে হবে। এরপর আইনজীবী মহসিন রেজা আমুর বসার জন্য একটা টুলের ব্যবস্থা করতে প্রার্থনা জানান। আদালত বসার জন্য টুলের ব্যবস্থা করতে বলে। পরবর্তীতে আমু তার আইনজীবীর সঙ্গে কথা বলেন। আইনজীবী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিবারের পক্ষ থেকে তার কাছে কোরবানির বিষয়ে জানতে চান। তিনি আইনজীবীকে বলেন, পারিবারিকভাবে যেন সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হাত কেটে যাওয়ায় আদালতের অনুমতি নিয়ে আমুর আইনজীবী মো. মহসিন রেজা পলাশ নিজে আমুর হাতে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে দেন।

আইনজীবী মো. মহসিন রেজা পলাশ কালবেলাকে বলেন, আমিরু হোসেন আমুকে হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে হ্যান্ডকাপের ধারালো অংশের আঘাতে তার নখ কেটে যাই। তিনি টিস্যু দিয়ে রক্ত বন্ধ করে রাখেন। রক্তে টিস্যু ভিজে যায় পরে আদালতের অনুমতি নিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সিএমএম আদালতের হাজতখানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নাই। উনি পেছনে ছিলেন, আমি সামনে থাকার কারণে বিষয়টি খেয়াল করতে পারিনি।

এদিকে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আমুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গ্রেপ্তার দেখানো মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই বিকালে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন লাভলু নামে এক ব্যক্তি। এ ঘটনায় ২০ মার্চ শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

আইসিসিকে আবারও চিঠি দিল বিসিবি, যা আছে তাতে

ফ্যাসিবাদী ব্যবস্থার পর ক্ষমতার কাঠামো বদলাতে এই নির্বাচন : নাহিদ 

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

১০

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

১১

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১২

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন, রাতেই ভাঙচুর

১৩

অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত ‘হোমবাউন্ড’

১৪

খালিদুজ্জামানের ডিগ্রি বিতর্ক : বিএমডিসি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

১৫

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

১৬

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

১৭

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

১৮

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

২০
X