কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ
এস আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

তদন্তের আদেশ আপিল বিভাগে বাতিল

এস আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। ছবি : সংগৃহীত
এস আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে বিদেশে বিনিয়োগ ও অর্থপাচারের অভিযোগ তদন্তে হাইকোর্টের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি করে সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের জারি করা রুল খারিজ করে এ আদেশ দিয়েছেন।

আদালতে এস আলম গ্রুপের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এ ছাড়া হাইকোর্টে সুয়োমটো রুলের পক্ষে শুনানিকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, আজকের রায়ের ফলে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন তা খারিজ করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টের তদন্তের আদেশও বাতিল হয়ে গেছে। তবে চাইলে দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটিলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) স্বাধীনভাবে তদন্তে কোনো বাধা থাকবে না।

সাইফুল আলম ও ফারজানা পারভীন সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে একটি জাতীয় দৈনিকে গত বছরের ৫ আগস্ট প্রতিবেদন প্রকাশিত হয়।ওই প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপ কখনোই বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়নি।

প্রতিবেদনের বিষয়টি গত ৬ আগস্ট আদালতের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। পরে, এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট সাইফুল আলম ও ফারজানা পারভীন তাদের আইনজীবীদের মাধ্যমে আপিল বিভাগে আবেদন করেন। পরে ওই আবেদনের শুনানি করে গত বছরের ২৩ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্ট আদেশ স্থগিত করেন। এরপর হাইকোর্ট আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্ট রুল খারিজ করে আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : তাজুল ইসলাম

গ্রি ফর্চুন অফার ক্যাম্পেইন চালু

নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন করুন অনলাইনে

কষ্টে দিন যাচ্ছে ‘এক টাকার মাস্টারের’, কেউ খবর রাখে না 

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসে

পাচার অর্থ ফেরাতে / ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ

১০

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

১১

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

১২

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

১৩

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

১৪

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

১৫

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

১৬

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

১৭

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

১৮

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

১৯

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

২০
X