কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নাম ব্যবহার করে লুটপাটে নেমেছে বরিশালের রিপন

বাঁয়ে রিপন হোসেন ও ডানে কক্সবাজার ডিসি অফিসে সেল পারমিশনের আবেদন কপি। ছবি : সংগৃহীত
বাঁয়ে রিপন হোসেন ও ডানে কক্সবাজার ডিসি অফিসে সেল পারমিশনের আবেদন কপি। ছবি : সংগৃহীত

দশ বছর আগে ছিলেন সাধারণ কর্মচারী। সময়ের পরিবর্তনে দখলে নিয়েছেন জমিজমাসহ প্রতিষ্ঠানের মালিকানা। লাগামহীন লুটপাটে জড়িয়েছেন বরিশালের মুলাদী উপজেলার রিপন হোসেন। বিএনপি নেতাদের সঙ্গে ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

রিপন হোসেন জন্ম বরিশালে হলেও মুন্সীগঞ্জ জেলাতে কলেজ জীবন শুরু করেন। ২০২৩ সালে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি। পরে নানা অনিয়মের কারণে শিবির থেকে বহিষ্কার করা হয় তাকে। ২০১০ সালের দিকে জামায়াতের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করলেও তার নামে নানা অভিযোগ থাকায় জায়গা হয়নি দলটিতে। ২০১৫ সালের দিকে যুক্ত হয় যুবলীগের সঙ্গে। তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় নেতা নুরু মিয়ার সঙ্গে যোগ দেয় যুবলীগে। সেখানে বেশিদিন জায়গা পায়নি রিপন। পরে ২০১৯ সালের দিকে যোগ দেয় বিএনপির রাজনীতিতে। ২ বছর কোনো অপকর্মে না জড়ালেও ২০২১ সালের দিকে জড়িয়ে পরে প্রতারণায়।

প্রতারণার মাধ্যমে হোমস্টোন লিমিটেড নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির এমডি হয়ে যান রিপন। আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের নামে ঋণ খেলাপি থাকলে সে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু দেখা যায় ৪৬ কোটি টাকার ঋণখেলাপি থাকা অবস্থায় প্রতারণা করে ২০২১ সালে হোমস্টোনের এমডি হয় রিপন।

২০২২ সালে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে বিক্রি করে দেন রিপন। নিজেকে প্রতিষ্ঠানের সভাপতি দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কাছে অল্পমূল্যে বিক্রি করে দেন তিনি। যা নিয়ে পরে মামলা করেন আরডিপির বর্তমান সভাপতি মাহবুবুর রহমান।

চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। একই সঙ্গে নিজের রূপ পরিবর্তন করতে থাকে রিপন। একযুগ আগে কক্সবাজারে হোমস্টোন একটি জমি বায়না রেজিস্ট্রেশন করে আরডিপির নামে। তখন থেকেই জমির দখলে আছে আরডিপি। সম্প্রতি সেই জমি দখলের উদ্দেশে মাঠে নেমেছেন রিপন।

কক্সবাজারের সাবেক এক এমপির নাম ব্যবহার করে কক্সবাজারে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ রয়েছে রিপন হোসেনের নামে।

জমির ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি একটি জমি অবৈধভাবে বিক্রির উদ্দেশে কক্সবাজারে সেল পারমিশনের অনুমতি চেয়েছেন সেই রিপন হোসেন। ঢাকার লালবাগের বাসিন্দা মো. আমানুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তির কাছে জমি বিক্রির জন্য আবেদন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক বরাবর। ওই জমির ওপরে আদালতে আরডিপির করা একটি মামলায় নিষেধাজ্ঞা থাকার কারণে আটকা পড়ে যায় সেই আবেদন।

জমি ক্রয়-বিক্রয়ের আবেদনটির বিষয়টি জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে রিপন হোসেন কালবেলাকে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

তবে রিপন হোসেনের কাছ থেকে জমি ক্রয়ে আগ্রহী আমানুল্লাহ চৌধুরী বলেন, রিপন হোসেনের সঙ্গে গিয়েই দলিলে স্বাক্ষর করে ডিসি অফিসে জমি ক্রয়-বিক্রয়ের জন্য আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১০

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১১

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১২

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৩

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৪

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৫

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৬

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৭

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৮

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

২০
X