কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কলেজে ভর্তি হতে পারেনি সাড়ে ১২ হাজার শিক্ষার্থী

এ বছর কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন। ছবি : সংগৃহীত
এ বছর কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন। ছবি : সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদন করেও এ বছর কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৬৬২ জন। তিন ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীকে ফের আবেদনের সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখন পর্যন্ত কলেজ পেয়েছেন ১ লাখ ১৮ শিক্ষার্থী।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা আবেদনের সর্বশেষ ধাপ। এ ধাপে আগামী ৮ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় একটি সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ অক্টোবর যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ১২-১৩ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর নির্বাচিতদের ভর্তি হতে হবে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকসহ সবাইকে ঘোষিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, আবেদন পদ্ধতি নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে। শিক্ষার্থীদের বিদ্যমান শূন্য আসন দেখে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়। অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছে।

এদিকে, একাদশ শ্রেণিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রথম ধাপে ভর্তি শেষ হয়। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কলেজ পায়নি তারা আবেদন করতে পারবে। অন্যদিকে, চূড়ান্ত মনোনয়ন পেলেও বিশেষ কারণে ৫ অক্টোবরের মধ্যে কলেজে ভর্তি হতে বা নিশ্চায়ন করতে পারেনি তারাও আবেদন করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত রেলপথ ব্যবহার করে অভিনব রাস্তা তৈরি (ভিডিও)

ইসরায়েলকে বিমানঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

শেরপুর সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশইন

নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কফি আসলেই ত্বকের উপকারে আসে, নাকি ক্ষতি করে?

জিপিএ-৫ পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা

গানের মঞ্চ থেকে রুপালি পর্দায় কারিনা

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

‘সবাই বিবাহিত হওয়ায় পরীক্ষায় ফেল করেছে’

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

১০

বিয়ের ৩১ বছর পর দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি

১১

রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার আগেই বাড়ল তেলের দাম

১২

৭ ঘণ্টা বন্ধ ছিল পাইকগাছা-ঢাকা সড়কের গাড়ি চলাচল

১৩

নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু  

১৪

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

১৫

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

১৬

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

১৭

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

১৮

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

১৯

‘সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে’

২০
X