মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবি আবাসিক হলে ছাত্রলীগের তল্লাশি, আতঙ্কিত শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ জুলাই) রাত ১টায় শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ অন্য নেতাকর্মীরা শিক্ষার্থীদের ৬টি কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালিয়েছেন। হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। এতে হলজুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে রাত ১২টা ৫০ মিনিটের দিকে মাদার বখশ হলের প্রথম ও দ্বিতীয় ব্লকের শিক্ষার্থীরা থালা বাজিয়ে বিভিন্ন স্লোগান শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’- ইত্যাদি স্লোগান দেন৷

আবাসিক হল সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই হলে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতা আসাদুল্লা-হিল-গালিবসহ অন্য নেতাকর্মীরা প্রবেশ করেন। এ সময় তাকে শিক্ষার্থীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘ওই বাঘের বাচ্চারা চিল্লা, এখন চিল্লা’। পরে তারা ওই হলের প্রথম তলার তৃতীয় ব্লকে যান। এ সময় শিক্ষার্থীদের কক্ষগুলোর দরজা লাগানো থাকলে তারা সেগুলো খুলতে বলেন। বেশ কয়েকজন নেতাকর্মী অশ্লীল গালিও দেন।

বেশ কয়েকবার ডাকাডাকির পর শিক্ষার্থীরা দরজা খুললে তিনি (গালিব) তাদের জিজ্ঞাসাবাদ করেন। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে উচ্চৈঃস্বরেও কথা বলতে শোনা গেছে। একটি কক্ষের দরজা খুলতে দেরি হওয়ায় সে কক্ষে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢুকে দরজা লাগিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন।

আরও জানা যায়, ছাত্রলীগের নেতাকর্মী প্রবেশের আধা ঘণ্টা পর হলে প্রবেশ করেন হল প্রাধ্যক্ষ মো. রুকনুজ্জামান, আবাসিক শিক্ষক আমিরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক। পরে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রাধ্যক্ষের কক্ষে গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে হল ত্যাগ করেন।

এ ব্যাপারে জানতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, 'মধ্যরাতে হুট করে কিছু শিক্ষার্থী স্লোগান দেয়। এতে হলের পরিবেশ অস্থিতিশীল হতে পারে বলে আমরা আসি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। আর আমাদের কারো কাছে কোনো লাঠিসোঁটা ছিল না।

সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ মো. রুকনুজ্জামান সাংবাদিকদের বলেন, তিনি হলে এসে পরিস্থিতি স্বাভাবিক দেখতে পেয়েছেন। তল্লাশি চালানোর মতো কিছু দেখতে পাননি। পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় হল প্রশাসন তাই করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১০

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১১

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১২

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৩

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৪

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৫

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৭

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৮

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৯

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

২০
X