কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৪:৩৯ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

কুবি ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রলীগের হামলার আশঙ্কা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলমান কোটা সংস্কার আন্দোলনকে দমনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন-পীড়নের অংশ হিসেবে গভীর রাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে এ হামলার আশঙ্কায় রয়েছেন তারা।

কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসে একটি জরুরি সভা হয়। সেখানে গভীর রাতে কুবি ক্যাম্পাসে হামলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সে আলোকে কুমিল্লা মহানগর ছাত্রলীগ পূর্ণ প্রস্তুতিও নিচ্ছে বলে জানা যায়। এ খবরটি রাত ৯টার দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আশঙ্কা করা হচ্ছে, প্রায় ২০০ বাইক ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লা শহরে জড়ো হচ্ছে।

এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল বলেন, আমাদের ওখানে কাজ কী? আমরা আমাদের এলাকায় আছি, আমরা ওখানে গিয়ে কী করব? এটা আমাদের ইউনিটেও পড়ে না, সংসদীয় আসনেও পড়ে না। আমরা ওখানে কী করব!

হামলার আশঙ্কার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমিও এরকম কথা শুনেছি। এরপর আমি ওসির সঙ্গে চারবার কথা বলেছি। উনি কনফার্ম করেছেন ওরা আসবে না। তারপরও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।

যদি হামলা করে তবে এর দায়ভার নেবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওসি আমাকে কনফার্ম করছে এরকম কোনো কিছু হবে না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, এমন কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। আমরা এমন কোনো মেসেজও পায়নি। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব এবং নজরদারি বাড়াব।

প্রসঙ্গত, গতকাল সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। সে মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

ডায়াবেটিসের কিছু আশ্চর্যজনক লক্ষণ, যা জানেন না অনেকেই

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই সাকিব-মাশরাফির

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশানের জায়গা দখলমুক্ত করার দাবি

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন

গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

১০

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

১১

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

১২

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

১৩

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

১৪

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

১৫

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

১৬

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X