কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৪:৩৯ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

কুবি ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রলীগের হামলার আশঙ্কা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলমান কোটা সংস্কার আন্দোলনকে দমনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন-পীড়নের অংশ হিসেবে গভীর রাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে এ হামলার আশঙ্কায় রয়েছেন তারা।

কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসে একটি জরুরি সভা হয়। সেখানে গভীর রাতে কুবি ক্যাম্পাসে হামলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সে আলোকে কুমিল্লা মহানগর ছাত্রলীগ পূর্ণ প্রস্তুতিও নিচ্ছে বলে জানা যায়। এ খবরটি রাত ৯টার দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আশঙ্কা করা হচ্ছে, প্রায় ২০০ বাইক ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লা শহরে জড়ো হচ্ছে।

এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল বলেন, আমাদের ওখানে কাজ কী? আমরা আমাদের এলাকায় আছি, আমরা ওখানে গিয়ে কী করব? এটা আমাদের ইউনিটেও পড়ে না, সংসদীয় আসনেও পড়ে না। আমরা ওখানে কী করব!

হামলার আশঙ্কার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমিও এরকম কথা শুনেছি। এরপর আমি ওসির সঙ্গে চারবার কথা বলেছি। উনি কনফার্ম করেছেন ওরা আসবে না। তারপরও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।

যদি হামলা করে তবে এর দায়ভার নেবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওসি আমাকে কনফার্ম করছে এরকম কোনো কিছু হবে না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, এমন কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। আমরা এমন কোনো মেসেজও পায়নি। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব এবং নজরদারি বাড়াব।

প্রসঙ্গত, গতকাল সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। সে মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১০

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১২

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৩

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৪

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৫

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৬

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৭

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৮

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৯

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

২০
X