কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৪:৩৯ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

কুবি ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রলীগের হামলার আশঙ্কা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলমান কোটা সংস্কার আন্দোলনকে দমনে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন-পীড়নের অংশ হিসেবে গভীর রাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে এ হামলার আশঙ্কায় রয়েছেন তারা।

কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসে একটি জরুরি সভা হয়। সেখানে গভীর রাতে কুবি ক্যাম্পাসে হামলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সে আলোকে কুমিল্লা মহানগর ছাত্রলীগ পূর্ণ প্রস্তুতিও নিচ্ছে বলে জানা যায়। এ খবরটি রাত ৯টার দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আশঙ্কা করা হচ্ছে, প্রায় ২০০ বাইক ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লা শহরে জড়ো হচ্ছে।

এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল বলেন, আমাদের ওখানে কাজ কী? আমরা আমাদের এলাকায় আছি, আমরা ওখানে গিয়ে কী করব? এটা আমাদের ইউনিটেও পড়ে না, সংসদীয় আসনেও পড়ে না। আমরা ওখানে কী করব!

হামলার আশঙ্কার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমিও এরকম কথা শুনেছি। এরপর আমি ওসির সঙ্গে চারবার কথা বলেছি। উনি কনফার্ম করেছেন ওরা আসবে না। তারপরও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।

যদি হামলা করে তবে এর দায়ভার নেবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওসি আমাকে কনফার্ম করছে এরকম কোনো কিছু হবে না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, এমন কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। আমরা এমন কোনো মেসেজও পায়নি। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব এবং নজরদারি বাড়াব।

প্রসঙ্গত, গতকাল সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। সে মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১০

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১১

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

১২

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৩

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

১৪

যেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়

১৫

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

১৬

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

১৭

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

১৮

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৯

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

২০
X