সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের কর্মসূচি হিসেবে গ্রাফিতি অঙ্কন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন রকম গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন করতে দেখা যায়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘হামার বেটাক মারলু কেন? বিচার চাই বিচার চাই’; ‘ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকত রাষ্ট্র ভাষা উর্দু থাকত বুলি’; ‘রক্ত দেখলে বাড়ছে সাহস’ সহ বিভিন্ন স্লোগান লিখতে দেখা যায়।
জুনায়েদ ইভান নামের এক আন্দোলনকারী কালবেলাকে বলেন, শিল্পের মাধ্যমে মনের আক্রোশ প্রকাশ করেন শিক্ষিত মানুষ। বর্তমান সময়ের এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমরা এসব গ্রাফিতি ও দেয়াল লিখন অঙ্কন করছি।
শাবিপ্রবির সমন্বয়ক ফয়সাল আহমেদ বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার, গুম-আটককৃতদের মুক্তি, হল-ক্যাম্পাস খুলে দেওয়া এবং দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে আমরা গ্রাফিতি অঙ্কন করছি। এ ছাড়া হামলায় শহীদ-আহত-আটক-নিখোঁজদের তথ্য সংগ্রহ, আহতদের চিকিৎসা নিশ্চিত এবং আটকদের আইনি সহায়তা প্রদানে আমাদের স্পেশাল টিম কাজ করবে। শহীদদের রক্তের হিসাব না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।