দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘কার কাছে যাবো, বিচার সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলাম’

নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন। ছবি : কালবেলা
নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। সম্প্রতি কোটা আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন তিনি। শোকে স্তব্ধ রুদ্রের একমাত্র বোন সুস্মিতা সেন ভাইয়ের অকাল মৃ্ত্যুর কথা বলতে গিয়ে বলেন, ‘আমার ভাই আর কোনো দিন ফিরে আসবে না। আমরা দুনিয়ায় বিচার চাইব না। কার কাছে যাব, সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলাম।’

সুস্মিতা সেন আরও বলেন, ‘আমার একমাত্র ভাই রুদ্র সেন। কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় সে। আমাদের পরিবারে কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। যেহেতু কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, তাই আন্দোলনে অংশ নেয় সে। কখনো কোনো গন্ডগোলের মধ্যে জড়ায়নি।’

তিনি বলেন, ‘গত ১৮ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের ধাওয়ায় পড়ে যায় রুদ্র। ওই সময় হাঁটুতে আঘাত পায়। পরে আহত অবস্থায় সে তার ভাড়া বাসায় চলে যায় । সন্ধ্যার দিকে পুলিশের সঙ্গে তৃতীয় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে দ্রুত চার বন্ধু মিলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য কলার গাছের তৈরি ভেলায় করে সুরমা আবাসিক এলাকায় খাল পার হচ্ছিল। খালের মাঝামাঝি গিয়ে ভেলাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তারা চার বন্ধু খালের গভীর পানিতে পড়ে যায়। আমার ভাই সাঁতার জানত না। তা ছাড়া তার পায়ের আঘাতের কারণে খালের পানিতে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কোটা আন্দোলনকারী বা ক্ষমতাসীন দলের কেউ আমাদের কোনো খোঁজখবর নিতে আসেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ১৯ জুলাই কারফিউর মধ্যে রাত সাড়ে ১২টায় মরদেহ দিনাজপুরের পাহাড়পুরে আমাদের বাসায় এসে পৌঁছায়। প্রশাসনের সহযোগিতায় রাতেই ফুলতলা শ্মশানে সৎকার করা হয়।’

রুদ্রের বাবা সুবীর সেন দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহাবিদ্যালয়ের প্রভাষক ছিলেন। ছেলের মরদেহ আসার বর্ণনা দিতে দিতেই বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। মা শিখা বণিক ছেলের মৃত্যুসংবাদে বাকরুদ্ধ হয়ে গেছেন। তার সঙ্গে অনেক চেষ্টা করেও কথা বলা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রী হলের ফি প্রদানের নোটিশ, শিক্ষার্থীদের ক্ষোভ

আবু সাঈদকে স্মরণ করে জামায়াত আমিরের স্ট্যাটাস

অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন সূর্যের হাসি নেটওয়ার্কে

লাশ পোড়ানো মামলা / পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

ব্যালন ডি’অরের দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে!

কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার

গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব : তাসনিম জারা

অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহ গ্রেপ্তার

১০

জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন নেতৃত্ব নির্বাচন

১১

ভারতীয় সিনেমায় জয়াকে নিয়ে আপত্তি কংগ্রেস নেত্রীর

১২

রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি

১৩

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাসওয়ার্ড কতটা নিরাপদ

১৪

ইতিহাসে রেকর্ড দামের পর দরপতন বিটকয়েনের

১৫

এজাহার থেকে ৫ জনের নাম বাদ দেন সোহাগের বোন : ডিএমপি কমিশনার

১৬

এনবিআরের আন্দোলনে অর্থনৈতিক ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

১৭

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা

১৮

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ

১৯

বিভিন্ন গ্রেডে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদে বিশাল নিয়োগ দিচ্ছে রুয়েট

২০
X