দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘কার কাছে যাবো, বিচার সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলাম’

নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন। ছবি : কালবেলা
নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। সম্প্রতি কোটা আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন তিনি। শোকে স্তব্ধ রুদ্রের একমাত্র বোন সুস্মিতা সেন ভাইয়ের অকাল মৃ্ত্যুর কথা বলতে গিয়ে বলেন, ‘আমার ভাই আর কোনো দিন ফিরে আসবে না। আমরা দুনিয়ায় বিচার চাইব না। কার কাছে যাব, সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলাম।’

সুস্মিতা সেন আরও বলেন, ‘আমার একমাত্র ভাই রুদ্র সেন। কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় সে। আমাদের পরিবারে কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। যেহেতু কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, তাই আন্দোলনে অংশ নেয় সে। কখনো কোনো গন্ডগোলের মধ্যে জড়ায়নি।’

তিনি বলেন, ‘গত ১৮ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের ধাওয়ায় পড়ে যায় রুদ্র। ওই সময় হাঁটুতে আঘাত পায়। পরে আহত অবস্থায় সে তার ভাড়া বাসায় চলে যায় । সন্ধ্যার দিকে পুলিশের সঙ্গে তৃতীয় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে দ্রুত চার বন্ধু মিলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য কলার গাছের তৈরি ভেলায় করে সুরমা আবাসিক এলাকায় খাল পার হচ্ছিল। খালের মাঝামাঝি গিয়ে ভেলাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তারা চার বন্ধু খালের গভীর পানিতে পড়ে যায়। আমার ভাই সাঁতার জানত না। তা ছাড়া তার পায়ের আঘাতের কারণে খালের পানিতে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কোটা আন্দোলনকারী বা ক্ষমতাসীন দলের কেউ আমাদের কোনো খোঁজখবর নিতে আসেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ১৯ জুলাই কারফিউর মধ্যে রাত সাড়ে ১২টায় মরদেহ দিনাজপুরের পাহাড়পুরে আমাদের বাসায় এসে পৌঁছায়। প্রশাসনের সহযোগিতায় রাতেই ফুলতলা শ্মশানে সৎকার করা হয়।’

রুদ্রের বাবা সুবীর সেন দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহাবিদ্যালয়ের প্রভাষক ছিলেন। ছেলের মরদেহ আসার বর্ণনা দিতে দিতেই বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। মা শিখা বণিক ছেলের মৃত্যুসংবাদে বাকরুদ্ধ হয়ে গেছেন। তার সঙ্গে অনেক চেষ্টা করেও কথা বলা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে স্বর্ণের বারসহ বাংলাদেশি যুবক আটক

নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

বিকল্প রাজনৈতিক বলয় গঠনের আহ্বান আপ বাংলাদেশের

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১০

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

১২

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

১৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১৫

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১৬

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৭

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৮

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৯

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

২০
X