দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘কার কাছে যাবো, বিচার সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলাম’

নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন। ছবি : কালবেলা
নিহত শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। সম্প্রতি কোটা আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন তিনি। শোকে স্তব্ধ রুদ্রের একমাত্র বোন সুস্মিতা সেন ভাইয়ের অকাল মৃ্ত্যুর কথা বলতে গিয়ে বলেন, ‘আমার ভাই আর কোনো দিন ফিরে আসবে না। আমরা দুনিয়ায় বিচার চাইব না। কার কাছে যাব, সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলাম।’

সুস্মিতা সেন আরও বলেন, ‘আমার একমাত্র ভাই রুদ্র সেন। কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় সে। আমাদের পরিবারে কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। যেহেতু কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, তাই আন্দোলনে অংশ নেয় সে। কখনো কোনো গন্ডগোলের মধ্যে জড়ায়নি।’

তিনি বলেন, ‘গত ১৮ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের ধাওয়ায় পড়ে যায় রুদ্র। ওই সময় হাঁটুতে আঘাত পায়। পরে আহত অবস্থায় সে তার ভাড়া বাসায় চলে যায় । সন্ধ্যার দিকে পুলিশের সঙ্গে তৃতীয় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে দ্রুত চার বন্ধু মিলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য কলার গাছের তৈরি ভেলায় করে সুরমা আবাসিক এলাকায় খাল পার হচ্ছিল। খালের মাঝামাঝি গিয়ে ভেলাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তারা চার বন্ধু খালের গভীর পানিতে পড়ে যায়। আমার ভাই সাঁতার জানত না। তা ছাড়া তার পায়ের আঘাতের কারণে খালের পানিতে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কোটা আন্দোলনকারী বা ক্ষমতাসীন দলের কেউ আমাদের কোনো খোঁজখবর নিতে আসেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ১৯ জুলাই কারফিউর মধ্যে রাত সাড়ে ১২টায় মরদেহ দিনাজপুরের পাহাড়পুরে আমাদের বাসায় এসে পৌঁছায়। প্রশাসনের সহযোগিতায় রাতেই ফুলতলা শ্মশানে সৎকার করা হয়।’

রুদ্রের বাবা সুবীর সেন দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহাবিদ্যালয়ের প্রভাষক ছিলেন। ছেলের মরদেহ আসার বর্ণনা দিতে দিতেই বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। মা শিখা বণিক ছেলের মৃত্যুসংবাদে বাকরুদ্ধ হয়ে গেছেন। তার সঙ্গে অনেক চেষ্টা করেও কথা বলা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X