রাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে শিক্ষক সমিতি-ফোরামের ভিন্ন প্রতিবাদী সমাবেশ

রাবিতে শিক্ষক সমিতি ও শিক্ষক ফোরামের পৃথক কর্মসূচি পালিত। ছবি : কালবেলা
রাবিতে শিক্ষক সমিতি ও শিক্ষক ফোরামের পৃথক কর্মসূচি পালিত। ছবি : কালবেলা

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার বিচার ও দেশব্যাপী ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। একইসঙ্গে তারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০টি দাবি জানিয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালিত হয়। এ সময় প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার ও রাবি কর্তৃপক্ষের কাছে ১০টি দাবি তুলে ধরেন।

সরকারের প্রতি দাবিগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকালে সংঘটিত অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত কিন্তু কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে। দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তাদের দাবি- ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে বিধি অনুযায়ী মেধা ও জেতার ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের নামে শিক্ষার্থীদের নির্যাতন ও তাদের যেন কোনো অমর্যাদা না হয় তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ ছাত্র ছাড়া অন্য কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো আইনি বা অন্য কোনো হেনস্থার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার বলেন, আমরা কখনো ছাত্রদের যৌক্তিক দাবির বিপক্ষে ছিলাম না। কিন্তু দেশর একটি গোষ্ঠী বারবার বলে আসছিল আমরা তাদের সঙ্গে নেই। যে বিষয়ে আদালত থেকে সমাধান হয়ে গেছে, সেটা নিয়ে এক দল ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। তারাই মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। অতি দ্রুত সবার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি করছি।

শিক্ষক সমাজের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, কারফিউর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কোনো কর্মসূচি হাতে নিতে পারিনি। কিন্তু এই সুযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ ছাত্রদের আন্দোলনে নানাভাবে উসকানি দিয়ে আসছে। তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ ও গুজব ছড়িয়ে আসছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সংগঠন হিসেবে আমরা বরাবর সরকারের বিভিন্ন কাজের অনুপ্রেরণা ও সমালোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা এক্রাম উল্লাহার সঞ্চালনায় সংগঠনের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

কর্মসূচিতে আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার মাসুদ বলেন, দেশের সরকার কি মগের মুল্লুক পেয়েছে। আমার দেশের আর কোনো শিক্ষার্থীর শরীরে যাতে গুলি না লাগে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাউকে যাতে হয়রানি না করা হয়। এই সরকার শিক্ষার্থীদের ওপর যে ধরনের নির্যাতন চালিয়েছে তা নজিরবিহীন। আমরা আরও আগে থেকেই এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবি করে আসছি।

আরও বক্তব্য দেন অধ্যাপক খালিদ উদ্দিন মিজান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা দেখে আমরা মর্মাহত। পাকিস্তান আমলেও শিক্ষার্থীদের ওপর এমন নির্যাতন-অত্যাচার নজিরবিহীন। আমরা বলতে চাই সরকারকে- আর কোনো রক্তের খেলা খেলবেন না। শিক্ষার্থীদের ৯ দফা মেনে নেন অথবা পদত্যাগ করেন।

কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

বিদেশি গোয়েন্দা সংস্থার ৮ গুপ্তচর শনাক্ত, বড় ক্ষতি থেকে বাঁচল ইরান

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

প্রথমবার ভারত আসছে লিংকিন পার্ক 

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বড় ৩ দলের সঙ্গে বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

আ.লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধের দাবি

ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

জোতার ২১ নম্বর জার্সি পেলেন বন্ধু নেভেস

১০

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি, পাবেন বিভিন্ন সুবিধা

১১

এশিয়া কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

১২

ডিভোর্স লেটার পেয়ে যুবকের কাণ্ড

১৩

নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৪

থ্রি-কোয়ার্টার হাতাবিশিষ্ট জামা পরে নামাজ আদায় করলে কি সহিহ হবে?

১৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

১৬

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

১৭

এবার নুরকে দেখে প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি

১৮

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রেস সচিব

১৯

শেখ হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

২০
X