বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কবি নজরুল সরকারি কলেজের চার শিক্ষার্থীর স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) এই সভার আয়োজন করে। সভায় নিহত চার শিক্ষার্থীর পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্মরণসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ছাত্র সংসদের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় শহীদ ওমর ফারুকের মা, তাওহিদুল ইসলামের বড় ভাই, মোহাম্মদ জিহাদের স্বজন, ইকবাল হোসেন কাওসারের বাবা স্মরণসভায় উপস্থিত ছিলেন। নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকির, শহীদ শিক্ষার্থীদের বিভাগীয় প্রধান শিক্ষকরা, কলেজছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি জাভেদ কামাল রুবেল ও ক্রিয়া সম্পাদক খালিদুর রহমান সানি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি জায়েদ হোসেন মিশু, সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ ও সাবেক সভাপতি মাইন উদ্দিন আরিফ। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন