কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে যোগ দেওয়া কুবির ২২ আনসার বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বেআইনিভাবে ক্যাম্প ত্যাগ করে ঢাকায় সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২২ আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ।

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি বহিষ্কৃত আনসারদের নামে মামলা করার কথাও জানান তিনি।

এর আগে চাকরিতে স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে যায় বাংলাদেশ আনসার। দাবি আদায়ে রোববার (২৫ আগস্ট) মহাসমাবেশের ডাক দিয়ে সচিবালয় ঘেরাও করে তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ ৩০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্বে পালন করে আসছিলেন। চাকরি জাতীয়করণের দাবিতে গত ২২ আগস্ট তিনদিনের কর্মবিরতি ঘোষণা দিয়ে ২৫ আগস্ট দায়িত্বে ফেরার কথা থাকলেও ফিরেননি তারা। এদের মধ্যে ২৩ জন কুবি ক্যাম্পে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন ২৬ জন। এর মধ্যে ৪ জন ছুটিতে থাকলেও বাকি ২২ জন ঢাকার সমাবেশে উপস্থিত থাকার কথা নিশ্চিত করে কুবির দায়িত্বে থাকা এসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার আব্দুল হক।

এদিকে কুবির ২২ আনসার সদস্যকে বহিষ্কার করা হলেও ক্যাম্পাসের দায়িত্বে ফিরতে নিরাপত্তার শঙ্কায় রয়েছেন বাকি আনসার সদস্যরা। এ বিষয়ে এপিসি আব্দুল হক বলেন, যারা ঢাকার সমাবেশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা প্রকৃতপক্ষে আনসার ছিলই না। তারা ছিল মূলত দুষ্কৃতকারী। আমাদের দাবি মানা হয়েছিল। কর্মক্ষেত্রে ফিরতে চেয়েছিলাম। কিন্তু তাদের জন্য আমরা এখন দায়িত্বে ফিরতে পারছি না। তাদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, যখন তারা কর্মসূচির ডাক দেয় তখনি তাদের বলা হয়েছিল যে আপনাদের দাবি-দাওয়া বিবেচনা করা হবে। আপনারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি করেন তাহলে কুমিল্লা রেঞ্জ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তারা তা না মেনে জেলা কার্যালয় ঘেরাও করে। পরে সচিবালয় ঘেরাও করে অরাজকতা সৃষ্টি করে। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ জনসহ ৭৭ আনসার সদস্যকে আমরা চিহ্নিত করে বহিষ্কার করেছি। তাদের পেছনে ইন্ধনদাতা কে ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছি। এদের সবার বিরুদ্ধে মামলা হবে।

তিনি বলেন, আনসারদের ইউনিট তিনটি। যারা ঢাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছে তারা চুক্তিভিত্তিক আনসার ছিল। তাই এদের দায়ভার অন্যরা নেবে না। এদের কারণে সব আনসারদের ঢালাওভাবে খারাপ বলা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

যমুনায় হুহু করে বাড়ছে পানি, দুশ্চিন্তায় চরের কৃষক

মশার কয়েলের বিকল্প বের করলেন খুবি শিক্ষার্থীরা

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

১০

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

১১

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

১২

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

১৩

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

১৪

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

১৫

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

১৬

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

১৭

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

১৮

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

১৯

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

২০
X