বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা তাদের এক মাসের বৃত্তির টাকা বন্যাকবলিত অঞ্চলের মানুষের সাহায্যের জন্য দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যান্টিনে দুপুর থেকেই চলে প্যাকেটিংয়ের কাজ। ৩০ আগস্ট মধ্যরাতে ত্রাণ নিয়ে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় রওনা হন নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুরের উদ্দেশে।
জানা যায়, শিক্ষার্থীরা মাসিক বৃত্তির টাকা উত্তোলনের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলেন। পরে এ বিষয়ে ছাত্রবিষয়ক উপদেষ্টা সম্মতি দেন। অনলাইনে ফরম পূরণ করে শিক্ষার্থীরা এক মাসের বৃত্তির টাকা বন্যার্তদের দেওয়ার বিষয়ে সম্মতি জানান। পরে বৃহস্পতিবার ছাত্রবিষয়ক উপদেষ্টা বিভাগ থেকে এক মাসের সমান টাকা শিক্ষার্থীদের দেওয়া হয়।
রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ত্রাণ হিসেবে চাল-ডালের ৬০০ প্যাকেট, শুকনো খাবার ৩০০ প্যাকেট এবং গো-খাদ্য ৫১০ কেজি বিতরণ করা হবে। চাল, ডাল, আলু, তেল, কাপড়, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, মসলা, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ থাকবে প্যাকেটে।
মন্তব্য করুন