রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার পরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ‘কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানি না। তবে ঘটনাস্থলে আমরা আছি। এখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, ‘দুপুর ১২টার পর থেকে দুই কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়াপাল্টা-ধাওয়া চলছে। তবে কী জন্য এ সংঘর্ষ, তার কারণ এখন পর্য যায়নি।’
মন্তব্য করুন