ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলের ১৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে শাস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি : কালবেলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার ও ছাত্রাবাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) কলেজের ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তথ্য জানানো হয়।

জানা গেছে, ১৩ ইন্টার্ন শিক্ষার্থীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি প্রদান, স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাসে চাঁদাবাজি, হোস্টেলে মাদককারবার ও মাদক সেবনসহ ইত্যাদি অপরাধে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইন্টার্ন ১৩ চিকিৎসকের সবাইকে হোস্টেলে আজীবন নিষিদ্ধ করা হলেও ১১ জনকে বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে প্রতীক বিশ্বাস, আবু সালেহ মো. লতিফুল কবির, সুনীতি কুমার দাস, ফায়দুর রহমানকে দুই বছরের জন্য ইন্টার্নশিপ থেকে বহিষ্কার, শামীম রেজার এক বছরের জন্য ইন্টার্নশিপ সার্টিফিকেট স্থগিত, নাইমুর রশীদ, কামরুল হাসান, মেহেদী হাসান,আবু তাহের বিল্লাহ, আবু রায়হানকে একে বছরের জন্য, সাখাওয়াত হোসেনকে ছয় মাসের জন্য ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অর্ণব কুন্ডু ও কাশফি তাবরিজকে ছাত্রাবাসে নিষিদ্ধ করা হয়েছে। ১৩ জনই মেডিকেল কলেজের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তাদের ইন্টার্নশিপ সাময়িক স্থগিত করেছিল হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডিসিপ্লিনারি কমিটির এ সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ কার্য দিবসের মধ্যে লিখিত এবং সরাসরি উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম কালবেলাকে বলেন, কয়েকদিন আগে ১৩ জনের সাময়িকভাবে ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছিল। সেটি পর্যালোচনা করে ডিসিপ্লিনারি কমিটি সভা করে তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১০

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

১১

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

১২

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

১৩

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

১৪

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৫

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

১৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

১৯

ডিভিশনাল ম্যানেজার পদে চাকরি দিচ্ছে মিনিস্টার

২০
X