রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবির হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগ, অনশনে শিক্ষার্থী

রাবি আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে তাহমিদা নাসরীন কনক। ছবি : কালবেলা
রাবি আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে তাহমিদা নাসরীন কনক। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে বসেছেন এক শিক্ষার্থী। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন তাহমিদা নাসরীন কনক। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর অভিযোগ, আবাসিক হলে সিট বরাদ্দের নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা ও একাডেমিক ফলাফলসহ যে কোনো মানদণ্ডেই তার নিশ্চিতভাবে সিট হওয়ার কথা থাকলেও তা হয়নি। নীতিমালা অনুসারে তার সর্বমোট স্কোর হয় ৯২। প্রকাশিত ফলাফল বিবেচনা করলে যা সর্বোচ্চ স্কোর হওয়ার কথা। কিন্তু প্রকাশিত ফলাফলে ৮৪ নম্বর পেয়ে অন্যান্য বিভাগের জুনিয়র শিক্ষার্থীরা আসন পেলেও তাকে আসন দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কথা বলতে গেলে, হল প্রাধ্যক্ষ তাকে অপমানিত করেছেন।

এ বিষয়ে তাহমিদা কনক বলেন, হলে আবাসিকতার বিজ্ঞপ্তির নিয়ম মেনেই আমি আবেদন করেছিলাম। তখন নিয়ম ছিল সিনিয়রিটি এবং সিজিপিএর ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে একই বিভাগের একাধিক আবেদনকারী হলে তাদের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। কিন্তু পরে তারা একটা নীতিমালা প্রকাশ করেন যেটা নীতিমালা হিসেবে প্রণয়ন না করেই সিট বরাদ্দ দেন। আর আমার এক্সট্রা কো-কারিকুলারের যে নম্বর সেটাও তারা যোগ করেননি। এখন তারা সিট বরাদ্দের ফলাফল ঠিক রেখেই নীতিমালা পরিবর্তন করবেন। আমি এই নীতিমালা বাতিল চাই। আমার দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন চলবে।

শিক্ষার্থীর অনশনের বিষয়ে জানতে চাইলে রহমতুন্নেসা হল প্রাধ্যক্ষ ড. ইসমাত আরা বেগম বলেন, আমি এখন ব্যস্ত আছি, কথা বলার সময় নেই। প্রক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। তার কাছ থেকে জেনে নিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, প্রাধ্যক্ষ ম্যামের সাথে কথা বলেছি। তিনি ওই শিক্ষার্থীর ফলাফল পুনর্বিবেচনা করে আমাকে জানাবেন বলেছেন।

সার্বিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। নীতিমালায় ত্রুটি আছে কি না সেটি আমরা যাচাই করে দেখবো।

এর আগে গত ২৯ অক্টোবর হলে সিট বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তাহমিদা নাসরিন কনক। এ সময় তিনি প্রাধ্যক্ষের বিরুদ্ধে আবাসিকতার আবেদন করতে গেলে পোশাক নিয়ে মন্তব্য এবং অসহযোগিতা আচরণের অভিযোগ তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’, হত্যা মামলার আসামির হুমকি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১০

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১১

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১২

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৩

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৪

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

১৫

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

১৬

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

১৭

বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১৮

বিসিএস ক্যাডারে স্থান পেলেন রাবির প্রায় ৬০ শিক্ষার্থী

১৯

আদালতে দুর্জয়কে ডিম নিক্ষেপ

২০
X