রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবির হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগ, অনশনে শিক্ষার্থী

রাবি আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে তাহমিদা নাসরীন কনক। ছবি : কালবেলা
রাবি আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে তাহমিদা নাসরীন কনক। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে বসেছেন এক শিক্ষার্থী। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন তাহমিদা নাসরীন কনক। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর অভিযোগ, আবাসিক হলে সিট বরাদ্দের নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা ও একাডেমিক ফলাফলসহ যে কোনো মানদণ্ডেই তার নিশ্চিতভাবে সিট হওয়ার কথা থাকলেও তা হয়নি। নীতিমালা অনুসারে তার সর্বমোট স্কোর হয় ৯২। প্রকাশিত ফলাফল বিবেচনা করলে যা সর্বোচ্চ স্কোর হওয়ার কথা। কিন্তু প্রকাশিত ফলাফলে ৮৪ নম্বর পেয়ে অন্যান্য বিভাগের জুনিয়র শিক্ষার্থীরা আসন পেলেও তাকে আসন দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কথা বলতে গেলে, হল প্রাধ্যক্ষ তাকে অপমানিত করেছেন।

এ বিষয়ে তাহমিদা কনক বলেন, হলে আবাসিকতার বিজ্ঞপ্তির নিয়ম মেনেই আমি আবেদন করেছিলাম। তখন নিয়ম ছিল সিনিয়রিটি এবং সিজিপিএর ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে একই বিভাগের একাধিক আবেদনকারী হলে তাদের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। কিন্তু পরে তারা একটা নীতিমালা প্রকাশ করেন যেটা নীতিমালা হিসেবে প্রণয়ন না করেই সিট বরাদ্দ দেন। আর আমার এক্সট্রা কো-কারিকুলারের যে নম্বর সেটাও তারা যোগ করেননি। এখন তারা সিট বরাদ্দের ফলাফল ঠিক রেখেই নীতিমালা পরিবর্তন করবেন। আমি এই নীতিমালা বাতিল চাই। আমার দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন চলবে।

শিক্ষার্থীর অনশনের বিষয়ে জানতে চাইলে রহমতুন্নেসা হল প্রাধ্যক্ষ ড. ইসমাত আরা বেগম বলেন, আমি এখন ব্যস্ত আছি, কথা বলার সময় নেই। প্রক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। তার কাছ থেকে জেনে নিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, প্রাধ্যক্ষ ম্যামের সাথে কথা বলেছি। তিনি ওই শিক্ষার্থীর ফলাফল পুনর্বিবেচনা করে আমাকে জানাবেন বলেছেন।

সার্বিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। নীতিমালায় ত্রুটি আছে কি না সেটি আমরা যাচাই করে দেখবো।

এর আগে গত ২৯ অক্টোবর হলে সিট বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তাহমিদা নাসরিন কনক। এ সময় তিনি প্রাধ্যক্ষের বিরুদ্ধে আবাসিকতার আবেদন করতে গেলে পোশাক নিয়ে মন্তব্য এবং অসহযোগিতা আচরণের অভিযোগ তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার বয়সী এক নির্মাতা জোর করে চুম্বন করতে চেয়েছিল : মালতী

ওসমান হাদির সবশেষ অবস্থা জানিয়ে ‘অগ্রিম’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হাল চাষের শতবর্ষী ঐতিহ্য

জবিতে টেকসই উন্নয়নে প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন

ঘরে আগুন দিয়ে ৩ পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা, পরিদর্শনে পুলিশ সুপার

গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন মেহরীন

আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর সিদ্ধান্ত, কারণ জানাল বিসিবি

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে : প্রধান বিচারপতি

ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত ‘বিজয় উৎসব ২০২৫’

গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলুন সহজে

১০

বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান 

১১

অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সে অ্যাশেজ হারের শঙ্কায় ইংল্যান্ড

১২

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

১৩

জেআইসিতে গুম-নির্যাতন / ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১৩ জনের বিচার শুরু

১৪

কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

১৫

সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

১৬

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

১৭

বার্ড ফ্লু নিয়ে বিজ্ঞানীদের ভয়ংকর সতর্কবার্তা

১৮

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

১৯

না খেয়ে থাকলে কি ওজন কমে!

২০
X