রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবির হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগ, অনশনে শিক্ষার্থী

রাবি আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে তাহমিদা নাসরীন কনক। ছবি : কালবেলা
রাবি আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে তাহমিদা নাসরীন কনক। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলে সিট বরাদ্দে বৈষম্যের অভিযোগে অনশনে বসেছেন এক শিক্ষার্থী। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন তাহমিদা নাসরীন কনক। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর অভিযোগ, আবাসিক হলে সিট বরাদ্দের নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা ও একাডেমিক ফলাফলসহ যে কোনো মানদণ্ডেই তার নিশ্চিতভাবে সিট হওয়ার কথা থাকলেও তা হয়নি। নীতিমালা অনুসারে তার সর্বমোট স্কোর হয় ৯২। প্রকাশিত ফলাফল বিবেচনা করলে যা সর্বোচ্চ স্কোর হওয়ার কথা। কিন্তু প্রকাশিত ফলাফলে ৮৪ নম্বর পেয়ে অন্যান্য বিভাগের জুনিয়র শিক্ষার্থীরা আসন পেলেও তাকে আসন দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কথা বলতে গেলে, হল প্রাধ্যক্ষ তাকে অপমানিত করেছেন।

এ বিষয়ে তাহমিদা কনক বলেন, হলে আবাসিকতার বিজ্ঞপ্তির নিয়ম মেনেই আমি আবেদন করেছিলাম। তখন নিয়ম ছিল সিনিয়রিটি এবং সিজিপিএর ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে একই বিভাগের একাধিক আবেদনকারী হলে তাদের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। কিন্তু পরে তারা একটা নীতিমালা প্রকাশ করেন যেটা নীতিমালা হিসেবে প্রণয়ন না করেই সিট বরাদ্দ দেন। আর আমার এক্সট্রা কো-কারিকুলারের যে নম্বর সেটাও তারা যোগ করেননি। এখন তারা সিট বরাদ্দের ফলাফল ঠিক রেখেই নীতিমালা পরিবর্তন করবেন। আমি এই নীতিমালা বাতিল চাই। আমার দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন চলবে।

শিক্ষার্থীর অনশনের বিষয়ে জানতে চাইলে রহমতুন্নেসা হল প্রাধ্যক্ষ ড. ইসমাত আরা বেগম বলেন, আমি এখন ব্যস্ত আছি, কথা বলার সময় নেই। প্রক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। তার কাছ থেকে জেনে নিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, প্রাধ্যক্ষ ম্যামের সাথে কথা বলেছি। তিনি ওই শিক্ষার্থীর ফলাফল পুনর্বিবেচনা করে আমাকে জানাবেন বলেছেন।

সার্বিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। নীতিমালায় ত্রুটি আছে কি না সেটি আমরা যাচাই করে দেখবো।

এর আগে গত ২৯ অক্টোবর হলে সিট বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তাহমিদা নাসরিন কনক। এ সময় তিনি প্রাধ্যক্ষের বিরুদ্ধে আবাসিকতার আবেদন করতে গেলে পোশাক নিয়ে মন্তব্য এবং অসহযোগিতা আচরণের অভিযোগ তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির সুইমিংপুলে সায়মার মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশ

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সজল, সম্পাদক শিমুল

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতি মানবে না : এনামুল হক

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ রাব্বির বস্তাবন্দি মরদেহ

নদভীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি টাকা আত্মসাতের মামলা

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফেনীতে

বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না : রেজাউল করিম

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে বিক্ষোভ

১০

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে জানবেন আপনারটা বৈধ

১১

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

১২

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই আগামীর পাথেয় : নোবিপ্রবি উপাচার্য

১৩

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

১৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

১৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখানে দোয়া মাহফিল

১৬

মসজিদের ছাদ থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

১৭

রাজনৈতিক দলগুলোকে মাথা ঠান্ডা রাখতে হবে : মান্না

১৮

দেশের যেসব বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

১৯

৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X