রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

বেরোবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আমরণ অনশন। ছবি : কালবেলা
বেরোবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আমরণ অনশন। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের দাবিতে আমরণ অনশন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনের উত্তর গেটে স্থলে আসেন উপাচার্য ড. মো. শওকাত আলী।

এ সময় তিনি ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন। তার দেওয়া আশ্বাস মেনে আমরণ অনশন ভাঙার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। পরে উপাচার্য নিজ হাতে তাদেরকে ডাব খাইয়ে অনশন ভাঙান।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক ডেকেছে ইউজিসি। তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, আমরা ছাত্রদের নিয়ে সম্ভাব্য একটি রোড ম্যাপ তৈরি করেছি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে পারব। যেহেতু এখনো গেজেট ঘোষণা হয়নি এজন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছিনা। তবে গেজেট প্রকাশ হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভাব্য লিখিত রোড ম্যাপ হলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে। আর ২৬ হতে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ভোটগ্রহণ হবে। সরকার গেজেট প্রকাশ মাত্রই এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।

এরপর অনশনকারীদের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ইউজিসির পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা বৃহস্পতিবার বৈঠক করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। এজন্য অনশন প্রত্যাহার করছি। আমরা আশা করি আগামী ৩০ অক্টোবরের মধ্যে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হবে।

পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. তানজিম উদ্দিন খান মুঠোফোনে অনশনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে যেহেতু নেই সেটি সংযুক্ত করতে বৈধ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি, যাতে অন্য কেউ অবৈধ হিসেবে চিহ্নিত করতে না পারে। এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়াটি শেষ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে টানা তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন পালন করছিলেন শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৮ শিক্ষার্থী, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক খসড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন নেওয়ার নিমিত্তে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির সভা আগামী ২১ জুলাই ইউজিসিতে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে গঠিত কমিটির আহ্বায়ক ড. তানজিম উদ্দিন খানের সভাপতিত্বে ওই সভায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, উপ-সচিব (লিগ্যাল) নূরনাহার বেগম শিউলী এবং সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১০

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১১

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১২

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৩

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৪

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৫

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৬

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৭

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৮

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৯

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

২০
X