ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি মেডিকেল সেন্টার প্রধানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপাচার্যকে স্মারকলিপি 

ডা. মো. তানভীর আলীর বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন মেডিকেল সেন্টারের কর্মকর্তারা। ছবি : কালবেলা
ডা. মো. তানভীর আলীর বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন মেডিকেল সেন্টারের কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মো. তানভীর আলীর বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই অভিযোগ দেন।

অভিযোগপত্রে বলা হয়, আমরা গত ২৭ অক্টোবর উপ উপাচার্য (প্রশাসন) বরাবর একটি অভিযোগপত্র পেশ করি, যেখানে ডাক্তার তানভীর আলী সম্পর্কে সকল অভিযোগ উল্লেখ রয়েছে। সেখান থেকে কর্মস্থলে ফিরে আসার পর প্রধান মেডিকেল অফিসার আমাদের নানাভাবে ভয়-ভীতি, হয়রানি, চাকরি চ্যুতি এবং আমাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকার রিপোর্টারকে ভুল তথ্য দিয়ে মেডিকেল সেন্টার সম্পর্কে কুৎসা রটনা করেন। এতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে হেও প্রতিপন্ন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মেডিকেল সেন্টারের সকলে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করে।

অভিযোগকারীরা বলেন, মেডিকেল সেন্টারের সকলের মতে তিনি মানসিকভাবে অসুস্থ। যার কারণে তিনি এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন। এইসব কর্মকাণ্ডের কারণে মেডিকেল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ও সেবা প্রধান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য কোনো ডাক্তারকে ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসারের দায়িত্ব প্রদানের দাবি জানাচ্ছি। এ ছাড়াও বর্তমান প্রধান মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আলীকে তার পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন রোনালদো

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান

চাকরি দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের 

কুমিল্লা মিডিয়া ফোরামের নেতৃত্বে মামুন-আতিক

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম 

১০

অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয়েছে : অপু বিশ্বাস

১১

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

১২

জবির দুই শিক্ষককে মারধর / তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

১৩

পাইকগাছা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ

১৪

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

১৫

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ 

১৬

মিটফোর্ডে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২

১৭

‘যে নেতারা তাদের দলে নিয়েছে তাদের আগে বহিষ্কার করা উচিত’

১৮

ক্লাব বিশ্বকাপ ফাইনাল / পিএসজি না চেলসি কার হাতে উঠবে শিরোপা?

১৯

সোমবার শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

২০
X