ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি মেডিকেল সেন্টার প্রধানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপাচার্যকে স্মারকলিপি 

ডা. মো. তানভীর আলীর বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন মেডিকেল সেন্টারের কর্মকর্তারা। ছবি : কালবেলা
ডা. মো. তানভীর আলীর বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন মেডিকেল সেন্টারের কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মো. তানভীর আলীর বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই অভিযোগ দেন।

অভিযোগপত্রে বলা হয়, আমরা গত ২৭ অক্টোবর উপ উপাচার্য (প্রশাসন) বরাবর একটি অভিযোগপত্র পেশ করি, যেখানে ডাক্তার তানভীর আলী সম্পর্কে সকল অভিযোগ উল্লেখ রয়েছে। সেখান থেকে কর্মস্থলে ফিরে আসার পর প্রধান মেডিকেল অফিসার আমাদের নানাভাবে ভয়-ভীতি, হয়রানি, চাকরি চ্যুতি এবং আমাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকার রিপোর্টারকে ভুল তথ্য দিয়ে মেডিকেল সেন্টার সম্পর্কে কুৎসা রটনা করেন। এতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে হেও প্রতিপন্ন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মেডিকেল সেন্টারের সকলে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করে।

অভিযোগকারীরা বলেন, মেডিকেল সেন্টারের সকলের মতে তিনি মানসিকভাবে অসুস্থ। যার কারণে তিনি এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন। এইসব কর্মকাণ্ডের কারণে মেডিকেল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ও সেবা প্রধান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিচালনার স্বার্থে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য কোনো ডাক্তারকে ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসারের দায়িত্ব প্রদানের দাবি জানাচ্ছি। এ ছাড়াও বর্তমান প্রধান মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আলীকে তার পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১০

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১১

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১২

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৩

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

১৫

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

১৬

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

১৭

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

১৮

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

১৯

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

২০
X