ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজের অধিভুক্তি বাতিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় যদি সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনা করে তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানান তারা।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। ভিসি অফিস, রেজিস্ট্রার ভবন ও একাডেমিক ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এসময় আরবি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয়, আমরা ২০১৯ সালে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন করেছি। ২০১৯ সালের সাত কলেজ বাতিল আন্দোলনে ছিলেন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ভাই। কিছুদিন আগে সাত কলেজ বিষয়ে একটা মিটিং হয় সেই মিটিংয়ে আসিফ ভাইও ছিলেন। মিটিং শেষে প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাত কলেজের জন্য আলাদা ভবনের কথা বলেছিলেন। কয়েকদিন আগেই আবার আসিফ নজরুল স্যারও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথাটা পুনরাবৃত্তি করলেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থী রয়েছে। এই ৪৩ হাজার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় ২ লক্ষ ৬৭ হাজার শিক্ষার্থীর দায়িত্বভার গ্রহণ করেছে। যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি।

এসময় তিনি সাত কলেজ অধিভুক্তির কারণে সৃষ্ট কিছু সমস্যার কথা উল্লেখ করে বলেন, এত প্রতিষ্ঠানের দায়ভার নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অবহেলা করা হচ্ছে। শিক্ষকরা সাত কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও ভাইভা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলা হচ্ছে, যা বোকামি। ঢাবি শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা বা অস্তিত্বের সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক র‍্যাংকিং গণনার ক্ষেত্রে অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয় বিধায় ঢাবির অবস্থান নিম্নগামী হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

১০

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১১

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১২

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১৩

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৪

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৫

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৬

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৭

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৮

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৯

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

২০
X